আসন্ন জাতীয় নির্বাচনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে প্রস্তুতি নেওয়ার আহ্বান: ডিএমপি কমিশনার

১১ আগস্ট ২০২৫, ০৭:২৫ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ০৭:৪৭ PM
ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী

ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী © টিডিসি ফটো

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী। সোমবার (১১ আগস্ট) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির জুলাই-২০২৫ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘দীর্ঘদিন পর দেশে একটি সুন্দর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এ নির্বাচনে বিভিন্ন দেশের পর্যবেক্ষকরাও উপস্থিত থাকবেন। আমাদের এমন একটি নির্বাচন উপহার দিতে হবে, যা পুলিশের মান-মর্যাদা পুনরুদ্ধারে সহায়ক হবে।’ তিনি আরও জানান, নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগরীতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে।

রাজধানীতে মোটরসাইকেল ব্যবহার করে সংঘটিত অপরাধ বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

জনশৃঙ্খলা বজায় রাখতে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘পুলিশ সদস্যদের যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি, অপরাধ সংক্রান্ত আগাম তথ্য সংগ্রহ করে তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলার দিকেও গুরুত্ব দিতে হবে।’

আরও পড়ুন: দেশ সেরা পেস অলরাউন্ডার হতে চার রিজান হোসেন

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, ‘ক্রিমিনাল ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস)-এর তথ্য নিয়মিতভাবে আপডেট রাখা জরুরি। এটি তদন্তকে আরও স্বচ্ছ ও দক্ষ করবে।’ তিনি ওয়ারেন্ট তামিল ও চার্জশিট দাখিলে নির্ধারিত সময় মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং পুলিশ কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অপরাধ পর্যালোচনা সভায় জুলাই-২০২৫ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন। সভা শেষে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের জুলাই মাসে উত্তম কর্মসম্পাদনের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাসুদ করিম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলীসহ ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারাও অংশ নেন।

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কোথায় কে প্রার্থী হচ্ছেন
  • ১৮ জানুয়ারি ২০২৬
সেঞ্চুরির জবাবে সেঞ্চুরি, দুর্দান্ত হৃদয়ে ভেস্তে গেল নবিপুত…
  • ১৮ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়ুন তুরস্কে, আবেদন শেষ ১৫…
  • ১৮ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীতে ফিলিং স্টেশনের কর্মচারী হত্যার প্রতিবাদে মানববন্…
  • ১৮ জানুয়ারি ২০২৬
পদবী বদলে ফেললেন রোজা আহমেদ
  • ১৮ জানুয়ারি ২০২৬
জামায়াত প্রার্থীর আপিল, আরও এক বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9