শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ অগ্রগতি বাংলাদেশের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। হেনলি অ্যান্ড পার্টনারস প্রকাশিত পাসপোর্ট ইনডেক্সের ২০২৫ সালের সাম্প্রতিক ত্রৈমাসিক হালনাগাদ অনুযায়ী, বাংলাদেশ বর্তমানে রয়েছে ৯৪তম অবস্থানে। ২০২৪ সালে এই অবস্থান ছিল ৯৭তম।

এই ইনডেক্স অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। হেনলি পাসপোর্ট ইনডেক্স বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য বিবেচনায় নিয়ে এই র‍্যাংকিং তৈরি করেছে, যেখানে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধাকে প্রধান মানদণ্ড হিসেবে ধরা হয়েছে।

এবারের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে সিঙ্গাপুর, যার পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৩টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। গত বছর যৌথভাবে শীর্ষে ছিল ছয়টি দেশ- ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া; এই দুই দেশের নাগরিকরা ১৯০টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।

তৃতীয় অবস্থানে রয়েছে সাতটি ইউরোপীয় দেশ- ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন, যাদের পাসপোর্টধারীরা ১৮৯টি দেশে ভিসা ছাড়াই যেতে পারেন।

চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন, যাদের পাসপোর্ট ১৮৮টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার দেয়।

পঞ্চম স্থানে রয়েছে গ্রিস, নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ড, যাদের নাগরিকরা ১৮৭টি দেশে যেতে পারেন ভিসা ছাড়া।

ষষ্ঠ অবস্থানে রয়েছে যুক্তরাজ্য, যার পাসপোর্টধারীরা ১৮৬টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

সপ্তম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, চেক রিপাবলিক, হাঙ্গেরি, মাল্টা ও পোল্যান্ড- এসব দেশের পাসপোর্ট ১৮৫টি দেশে প্রবেশাধিকার দেয়।

অষ্টম স্থানে রয়েছে কানাডা, এস্তোনিয়া ও সংযুক্ত আরব আমিরাত, যাদের পাসপোর্টধারীরা ১৮৪টি দেশে যেতে পারেন ভিসা ছাড়াই।

নবম স্থানে রয়েছে ক্রোয়েশিয়া, লাটভিয়া, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া- ১৮৩টি দেশে যাতায়াতের সুযোগ রয়েছে এদের নাগরিকদের।

আর দশম স্থানে রয়েছে আইসল্যান্ড, লিথুয়ানিয়া ও যুক্তরাষ্ট্র- যাদের পাসপোর্টধারীরা ১৮২টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।


সর্বশেষ সংবাদ