‘কিংস চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড গ্রহণ করলেন ড. ইউনূস

১৩ জুন ২০২৫, ১১:২৯ AM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:২৯ PM
অ্যাওয়ার্ড নিচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস

অ্যাওয়ার্ড নিচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘কিংস চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড অর্জন করেছেন, যা ব্রিটেনের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা। বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পুরস্কার তুলে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপপ্রেস সচিব আজাদ মজুমদার।

বিশ্বজুড়ে শান্তি, পরিবেশ ও মানুষের মধ্যে সমতা প্রতিষ্ঠার পাশাপাশি দীর্ঘদিনের সামাজিক অবদানের স্বীকৃতি হিসেবে ড. ইউনূসকে এ সম্মাননায় ভূষিত করেন রাজা চার্লস।

এই দিনে সকাল ১১টা ৩০ মিনিটে ড. মুহাম্মদ ইউনূস বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজার সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তন ও সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে তিনি পুরস্কার বিতরণী আয়োজনে অংশ নেন।

বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা ও ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের মধ্যে একান্ত বৈঠক হয়, যা ছিল একেবারে ব্যক্তিগত।’

তিনি আরও জানান, প্রায় ৩০ মিনিটের এ বৈঠক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ছিল। যেহেতু রাজা চার্লস বহুদিন ধরে প্রফেসর ইউনূসকে চেনেন, সেহেতু নানা বিষয় নিয়ে তাদের আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, ‘দ্য কিংস ফাউন্ডেশন’ ১৯৯০ সালে তৎকালীন প্রিন্স অব ওয়েলসের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এই দাতব্য সংস্থা প্রতিবছর টেকসই উন্নয়ন এবং মানবকল্যাণে বিশেষ অবদানের জন্য ব্যক্তিদের সম্মানিত করে।

অশ্রুসিক্ত চোখে অবসরের ঘোষণা উসমান খাজার
  • ০২ জানুয়ারি ২০২৬
সৌদিতে বাংলাদেশি হজযাত্রীর সন্তান প্রসব: নিয়ম লঙ্ঘনের অভিযোগ
  • ০২ জানুয়ারি ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে শিক্ষার্থীরা, বাইরে অভিভাবকদের ভিড়
  • ০২ জানুয়ারি ২০২৬
নভেম্বরে মাসসেরা কোচ হয়েও জানুয়ারিতে চাকরি হারালেন চেলসি …
  • ০২ জানুয়ারি ২০২৬
জুমার নামাজে খুতবা চলাকালীন চুপ থাকা ও কথা বলার বিধান
  • ০২ জানুয়ারি ২০২৬
আজ শেষ হচ্ছে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক, জুমার নামাজের প…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!