নতুন নোটের ছবি প্রকাশ, আসল-নকল চেনার উপায়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ মে ২০২৫, ১২:৩৬ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ০৫:৫৭ PM
দুই দিন পর আসছে ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নতুন ডিজাইন এবং সিরিজের নোট। ১ জুন থেকে এগুলো বাজারে ছাড়া হবে। ইতোমধ্যে নতুন নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এসব ছবিতে নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়ে সম্যক ধারণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১০০০ টাকা মূল্যমানের ব্যাংক নোটটির আকার হবে ১৬০ মিমি x ৭০ মিমি। নোটটি ১০০ শতাংশ কটন কাগজে মুদ্রিত এবং জলছাপ হিসেবে আছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ইংরেজিতে ‘1000’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। নোটটিতে বেগুনি রঙের আধিক্য রয়েছে।
এ ছাড়া ১০০০ টাকা নোটের সম্মুখভাগের বাঁ পাশে জাতীয় স্মৃতিসৌধ এবং মাঝে প্রতিশ্রুত বাক্য ও মূল্যমান (এক হাজার টাকা) মুদ্রিত রয়েছে। নোটের মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলা’র ছবি মুদ্রিত রয়েছে। এ ছাড়া নোটের ওপরে বাঁ দিকে নোটের মূল্যমান ‘১০০০’, ডান কোণে ‘1000’ ও নিচে ডান কোণে ‘৳১০০০’ মুদ্রিত রয়েছে।
নোটের পেছন ভাগের ডিজাইন হিসেবে জাতীয় সংসদ ভবনের ছবি, ওপরে বাঁ কোণে মূল্যমান ‘১০০০’, ডান কোণে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম এবং নিচে ডান কোণ ও বাঁ কোণে মূল্যমান ‘1000’ মুদ্রিত রয়েছে। এ ছাড়া নোটের ডান পাশে উলম্বভাবে ‘1000’ মুদ্রিত রয়েছে।
১০০০ টাকার নোটটিতে মোট ১৩ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। নোটটির সম্মুখভাগে বাঁ পাশে ৫ মিমি চওড়া নিরাপত্তা সুতায় যাতে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম এবং ‘১০০০ টাকা’ খচিত আছে। নোটটি নাড়াচাড়া করলে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম অংশের নিরাপত্তা সুতার রং লাল হতে সবুজ রঙে পরিবর্তিত হয় এবং ‘১০০০ টাকা’ অংশে একটি উজ্জ্বল রংধনু বার ওপর থেকে নিচে ওঠানামা করে।
আরও পড়ুন : প্রধান উপদেষ্টা ও জাপানের প্রধানমন্ত্রীর বৈঠকে যেসব চুক্তি হলো
এ ছাড়া নোটের ডান দিকে কোনায় মুদ্রিত মূল্যমান ‘1000’ রং পরিবর্তনশীল উন্নত মানের নিরাপত্তা কালি দ্বারা মুদ্রিত; যাতে নোটটি নাড়াচাড়া করলে এর রং ম্যাজেন্টা থেকে সবুজ রঙে পরিবর্তিত হয় এবং মূল্যমানের ভেতরে কোনাকুনিভাবে মুদ্রিত ‘১০০০’ লেখাটি দৃশ্যমান হয়।
পাশাপাশি নোটের সম্মুখভাগের পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলা ইউভি ফ্লুরুসিন ম্যাজেন্টা কালি দ্বারা মুদ্রিত, যা ইউভি ডিটেক্টর মেশিনে দেখা যায়।
নোটটিতে গভর্নর স্বাক্ষরের ডান পাশে স্বচ্ছ ছবি হিসেবে একটি প্যাটার্ন মুদ্রিত রয়েছে; যা আলোর বিপরীতে ধরলে ‘১০০০' লেখা দৃশ্যমান হবে। এ ছাড়া নোটের সম্মুখভাগের বাঁ দিকে ‘BANGLADESH BANK' লেখার নিচে মাইক্রোপ্রিন্ট হিসেবে উলম্বভাবে ‘BANGLADESH BANK' মুদ্রিত রয়েছে। পাশাপাশি নোটের পেছনভাগে বাঁ দিকের ওপরে ‘১০০০' এবং নিচে ‘1000' লেখার ব্যাকগ্রাউন্ডে 'BANGLADESH BANK এবং এর নিচে 'ONE THOUSAND TAKA' পুনঃপুন মুদ্রিত রয়েছে; যা শুধু Magnifying Glass দ্বারা দেখা যাবে।
ব্যাংক নোটটিতে অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য হিসেবে অসমতল ছাপা (সম্মুখভাগে জাতীয় স্মৃতিসৌধের ছবি, 'বাংলাদেশ ব্যাংক' লেখা, গ্যারান্টি ক্লজ, বাংলা ও ইংরেজি মূল্যমান, আড়াআড়িভাবে ৬টি সমান্তরাল লাইন, পেছন ভাগে জাতীয় সংসদ ভবন এর ছবি, ‘BANGLADESH BANK’, ‘ONE THOUSAND TAKA’ লেখা ইত্যাদি ইন্টাগ্লিও কালিতে মুদ্রিত), লুকানো ছাপা (সম্মুখ ভাগের নিচে মূল্যমান 1000), Iridescent Stripe (পেছন ভাগে উলম্বভাবে হালকা সোনালি রঙে ‘BANGLADESH BANK’ লেখা) দৃষ্টিপ্রতিবন্ধীদের সুবিধার্থে ছয়টি বৃত্ত রয়েছে।
আরও পড়ুন : এক শিক্ষক দুই প্রতিষ্ঠানের দায়িত্বে, এমপিও নীতিমালা লঙ্ঘনের অভিযোগ
৫০ টাকার নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ৫০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৩০ মিমি x ৬০ মিমি। নোটটি ১০০ শতাংশ কটন কাগজে মুদ্রিত এবং নোটে জলছাপ হিসেবে ‘রয়েল বেঙ্গল টাইগার এর মুখ, ‘50’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম রয়েছে। নোটটিতে গাঢ় বাদামী রঙের আধিক্য রয়েছে।
ব্যাংক নোটটির সম্মুখ ভাগের বাঁ পাশে আহসান মঞ্জিল, ঢাকার ছবি এবং মাঝখানে ‘প্রতিশ্রুত বাক্য’ (Guarantee clause) ও মূল্যমান (পঞ্চাশ টাকা) মুদ্রিত রয়েছে। নোটের মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত রয়েছে। এ ছাড়া নোটের ওপরে বাঁ দিকে মূল্যমান ‘৫০’, ডান কোণে ‘50’ও নিচে ডান কোণে ‘৳৫০' মুদ্রিত রয়েছে। নোটের পেছন ভাগে জলছাপ এলাকার ডান পাশে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’ মুদ্রিত রয়েছে। নোটের ওপরে বাঁ কোণে মূল্যমান ‘৫০’ ও ডান কোণে ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম এবং নিচে ডান ও বাঁ কোণে মূল্যমান ‘50' মুদ্রিত রয়েছে। এ ছাড়া নোটের ডান পাশে উলম্বভাবে ‘50' মুদ্রিত রয়েছে।
নোটটিতে মোট ৮ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। নোটটির সম্মুখ ভাগে বাঁ পাশে ২ মিমি চওড়া নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে, যাতে ‘৫০ পঞ্চাশ টাকা’ খচিত রয়েছে। নোটটি নাড়াচাড়া (Tilt) করলে নিরাপত্তা সুতার রং লাল হতে সবুজ রঙে পরিবর্তিত হয়। নোটটিতে গভর্নর স্বাক্ষরের ডান পাশে See Through image হিসেবে একটি প্যাটার্ন মুদ্রিত রয়েছে; যা আলোর বিপরীতে ধরলে ‘৫০’ লেখা দৃশ্যমান হবে।
নোটের সম্মুখভাগে আহসান মঞ্জিল, ঢাকা লেখাটির উভয় পাশে Microprint হিসেবে ‘BANGLADESH BANK এবং পেছনভাগের বাঁ দিকের ওপরে ‘৫০' ও নিচে ‘50' লেখার ব্যাকগ্রাউন্ডে Microprint হিসেবে যথাক্রমে ‘50 TAKA' এবং 'BANGLADESH BANK' মুদ্রিত রয়েছে।
ব্যাংক নোটটিতে অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য হিসেবে অসমতল ছাপা (সম্মুখ ভাগের আহসান মঞ্জিলের ছবি, 'বাংলাদেশ ব্যাংক, গ্যারান্টি ক্লজ, বাংলা ও ইংরেজিতে মূল্যমান, আড়াআড়িভাবে ছয়টি সমান্তরাল লাইন ইত্যাদি ইন্টাগ্লিও কালিতে মুদ্রিত), লুকানো ছাপা (সম্মুখ ভাগের নিচে মূল্যমান 50), দৃষ্টিপ্রতিবন্ধীদের সুবিধার্থে দুটি বৃত্ত রয়েছে।
আরও পড়ুন : বাংলাদেশকে ১৩ হাজার কোটি টাকা দিচ্ছে জাপান
২০ টাকার নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ২০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১২৭ মিমি x ৬০ মিমি। নোটটি ১০০ শতাংশ কটন কাগজে মুদ্রিত এবং নোটে জলছাপ হিসেবে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’, '20' এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম রয়েছে। নোটটিতে সবুজ রঙের আধিক্য রয়েছে।
ব্যাংক নোটটির সম্মুখ ভাগের বাঁ পাশে ঐতিহাসিক স্থাপনা কান্তজিউ মন্দির, দিনাজপুরের ছবি এবং নোটের মাঝখানে ‘প্রতিশ্রুত বাক্য (Guarantee clause) ও মূল্যমান (বিশ টাকা) মুদ্রিত রয়েছে। নোটের মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত রয়েছে। এ ছাড়া নোটের ওপরে বাঁ দিকে মূল্যমান ‘২০’, ডান কোণে ‘20’ ও নিচে ডান কোণে ‘৳২০' মুদ্রিত রয়েছে।
নোটের পেছন ভাগে জলছাপ এলাকার ডান পাশে পাহাড়পুর বৌদ্ধবিহার, নওগাঁর ছবি মুদ্রিত রয়েছে। নোটের ওপরে বাঁ কোণে মূল্যমান ‘২০’ ও ডান কোণে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম এবং নিচে ডানকোণে মূল্যমান '20' মুদ্রিত রয়েছে। এ ছাড়া নোটের ডান পাশে উলম্বভাবে ‘20' মুদ্রিত রয়েছে।
নোটটিতে মোট ৫ ধরনের নিরাপত্তাবৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। নোটটির সম্মুখ ভাগে বাঁ পাশে ২ মিমি চওড়া নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে, যাতে ‘৳২০ বিশ টাকা' খচিত রয়েছে। নোটটি নাড়াচাড়া (Tilt) করলে নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজ রঙে পরিবর্তিত হয়।
নোটটিতে গভর্নর স্বাক্ষরের ডান পাশে See Through image হিসেবে একটি প্যাটার্ন মুদ্রিত রয়েছে; যা আলোর বিপরীতে ধরলে ‘২০’ লেখা দৃশ্যমান হবে। এ ছাড়া নোটের সম্মুখ ভাগের ডান দিকে এবং পেছন ভাগের বাঁ দিকের গ্লিউইশ প্যাটার্নের ভেতরের অংশে Microprint হিসেবে উলম্বভাবে ‘BANGLADESH BANK' মুদ্রিত রয়েছে।
সূত্র : ইউএনবি