সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদের এমসিকিউ পরীক্ষার কেন্দ্র ও আসনবিন্যাস প্রকাশ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৬:১১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১০:১০ PM
সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (গ্রেড-১০) পদের বাছাই পরীক্ষার কেন্দ্র, সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বাছাই পরীক্ষার তারিখ ও সময়
আগামী ৬ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার) পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘণ্টা ধরে চলবে এ পরীক্ষা। পরীক্ষার মোট নম্বর ১০০।
পরীক্ষার কেন্দ্রসংখ্যা
পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকার ৫২টি কেন্দ্রে।
আরও পড়ুন: ৮ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠানের ৯৭৪ পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
প্রার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা
*প্রার্থীদের অবশ্যই সকাল ১০টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। কালো কালির বলপেন ও প্রবেশপত্র সঙ্গে আনতে হবে;
*একজন পরীক্ষার্থী একই রং ও সেটের প্রশ্ন ও উত্তরপত্র পাবেন। পরীক্ষার্থীরা এটি মিলিয়ে নেবেন;
*পদগুলো শুধু বিভাগীয় কোটায় পূরণযোগ্য প্রার্থীদের জন্য। অনলাইনে আবেদনকারীদের মধ্যে যারা বিভাগীয় প্রার্থী নন, তাদের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন নেই;
*প্রার্থীরা সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন;
*প্রবেশপত্র ও নির্ধারিত হল/কক্ষ ব্যতীত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না;
*পরীক্ষাকেন্দ্রে বই, ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড/ক্রেডিট কার্ডসদৃশ ডিভাইস, গয়না, ব্যাগ ও কোনো যোগাযোগযন্ত্র নিয়ে প্রবেশ করা যাবে না;
*পরীক্ষার সময় কান খোলা রাখতে হবে; কানের ওপর কোনো আবরণ রাখা যাবে না। হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ পরীক্ষার আগে কমিশনের অনুমোদন নিতে হবে;
*পরীক্ষায় নকল বা অসদাচরণ করলে বা এতে সহায়তা করলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩-এর ধারা-১০, ১১, ১২, ১৩ ও ১৪ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত হবে;
*উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর ও বৃত্ত পূরণে কোনো কাটাকাটি, ফ্লুইড ব্যবহার বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করলে প্রার্থিতা বাতিল হবে;
*দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থীদের শ্রুতলেখকদের ক্ষেত্রে ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে ও অন্য প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে;
*নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী কোনো পরীক্ষার্থীর আবেদনপত্রে গুরুতর ত্রুটি ধরা পড়লে পরীক্ষার আগে বা পরে যে কোনো পর্যায়ে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে;
কেন্দ্র ও আসনবিন্যাস দেখতে এখানে ক্লিক করুন।