মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৩:৫২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৫:৫৯ PM

মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। দুটি পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশের বিষয়টি প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশনস (জিএসই) পদের মৌখিক পরীক্ষা আগামী ১৬ ও ১৭ জুলাই এবং মেডিকেল অফিসার পদের মৌখিক পরীক্ষা আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের প্রধান কার্যালয়, বলাকা ভবন, কনফারেন্স রুমে (২য় তলায়) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৭
লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কালার প্রিন্ট ২ কপি, পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ২ কপি, জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদের মূল কপি এবং ১ সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।
এ ছাড়াও ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশনের দেওয়া নাগরিকত্বের সনদের মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও মার্কশিটের মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
মেডিকেল অফিসার পদের ক্ষেত্রে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রেশন সনদের মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
মৌখিক পরীক্ষাবিষয়ক বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।