এক দিনে ২৩ নিয়োগ পরীক্ষা, তামাশা বললেন চাকরিপ্রত্যাশীরা

১৯ মে ২০২৫, ০৬:৫৩ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ১২:৩৬ PM
চাকরির পরীক্ষা

চাকরির পরীক্ষা © ফাইল ফটো

চাকরির পরীক্ষাগুলো শুক্রবার কেন্দ্রিক হওয়ায় এক দিনেই একাধিক পরীক্ষা হচ্ছে। আগামী শুক্রবার (২৩ মে) একই দিনে ন্যাশনাল সিকিউরিটি ইন্টিলিজেন্স (এনএসআই) নিয়োগ পরীক্ষাসহ মোট ২৩টি প্রতিষ্ঠান চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে কয়েকটি পরীক্ষা পড়েছে একই সময়ে। এতে বড় ধরনের সমস্যায় পড়েছেন চাকরিপ্রার্থীরা।

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চাকরিপ্রার্থীদের প্ল্যাটফর্ম ‘পিএসসি সংস্কার আন্দোলন’। প্ল্যাটফর্মটি বলছে, এ ধরনের সিদ্ধান্ত তাদের সঙ্গে তামাশা করার সমতুল্য। আজ সোমবার (১৯ মে) প্ল্যাটফর্মটির দপ্তর সংগঠক আওরঙ্গজেব সই করা এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ মে তারিখে দেশের বিভিন্ন নিয়োগকারী সংস্থা ও প্রতিষ্ঠান একযোগে ২৩টি চাকরির পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এতে দেশের লক্ষাধিক চাকরিপ্রার্থী মারাত্মক সংকটে পড়েছেন। চাকরিপ্রার্থীরা এখন বিভ্রান্ত ও হতাশ-কোন পরীক্ষায় অংশ নেবেন আর কোনটি বেছে নিতে হবে তা নিয়ে তারা মানসিক চাপের মধ্যে রয়েছেন। প্রতিটি পরীক্ষা চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের জন্য সমান গুরুত্বপূর্ণ, কিন্তু একই দিনে একাধিক পরীক্ষার আয়োজন করা, তাদের প্রতি চরম অবিচার ও উদাসীনতার বহিঃপ্রকাশ। আমরা বিগত সরকারের আমলে এটি লক্ষ্য করতাম, যাতে করে তাদের ছত্রছায়ায় থাকা শিক্ষার্থীরাই শুধু চাকরি পায়। প্রকৃত মেধাকে মূল্যায়ন করা হতো না। 

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ৪০, আবেদন আগামীকালের মধ্যেই

আরও বলা হয়েছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের প্রতি ন্যায্য আচরণের প্রতিশ্রুতি থাকলেও, বাস্তবে দেখা যাচ্ছে শিক্ষা ও কর্মসংস্থান ব্যবস্থায় একের পর এক অব্যবস্থাপনা ও তামাশার পুনরাবৃত্তি ঘটছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই-পরীক্ষার তারিখ পুনর্বিন্যাস করে, যেন পরীক্ষার্থীরা প্রত্যেকটি পরীক্ষায় অংশ নিতে পারেন, সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। চাকরিপ্রার্থীদের সঙ্গে এমন অবিচার আর বরদাস্ত করা হবে না। 

চাকরিপ্রার্থীদের প্রতি সহানুভূতি ও দায়িত্বশীল আচরণ প্রদর্শন করাই এখন সময়ের দাবি। অন্যথায় বড় ধরনের আন্দোলনের হুশিয়ারিও দেন তারা। 

নির্বাচনী সমঝোতা জোটে থাকা নিয়ে যা বললেন ইসলামী আন্দোলনের ক…
  • ১৫ জানুয়ারি ২০২৬
৭ কলেজ শিক্ষার্থীদের ফের সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • ১৫ জানুয়ারি ২০২৬
জামায়াতসহ ১১ দলের জরুরি বৈঠকে অংশ নেয়নি ইসলামী আন্দোলন
  • ১৫ জানুয়ারি ২০২৬
মনোনয়ন ফিরে পেলেন আরও সাত প্রার্থী
  • ১৫ জানুয়ারি ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন শেষ ২০ জান…
  • ১৫ জানুয়ারি ২০২৬
সংবাদ সম্মেলনে ডাক ক্রিকেটারদের
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9