মাউশির পরিচালকে ওএসডি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ আগস্ট ২০১৯, ১০:২২ AM , আপডেট: ২৪ আগস্ট ২০১৯, ১০:২২ AM
১৫ ও ২১ আগস্ট নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে ওএসডি করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে তাকে বৃহস্পতিবারই স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (কলেজ-২) শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত অফিস আদেশে এ কথা জানানো হয়।
এর আগে বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় জাহাঙ্গীর হোসেন তার বক্তব্যে ১৫ ও ২১ আগস্টের নির্মম হত্যাকাণ্ডকে 'দুর্ঘটনা' বলে আখ্যায়িত করেন। ওএসডি হওয়া এ কর্মকর্তা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের হিসাববিজ্ঞানের অধ্যাপক।