পঞ্চম শ্রেণি পাস করলে কী শিখবে শিক্ষার্থী, জানালেন উপদেষ্টা

০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৯ PM
অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার

অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার © সংগৃহীত

পঞ্চম শ্রেণি পাস করে একজন শিক্ষার্থী যাতে পড়তে ও লিখতে পারে এবং যোগ-বিয়োগ-গুণ-ভাগ করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। উপদেষ্টা বলেন, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বইতে সামান্য পরিমার্জন করা হয়েছে। প্রাথমিকের পাঠ্যপুস্তকে জুলাই-আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের ইতিহাসের প্রতিফলন থাকবে। ছবি ও গল্পের মাধ্যমে অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত থাকবে।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা গতকাল সোমবার (০২ ডিসেম্বর) রংপুরের আরডিআরএস ভবনের বেগম রোকেয়া হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৪–এর আওতায় ‘প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৫ প্রকল্পের জন্য ডিজাইনিং কর্মশালা’ উদ্বোধনের আগে সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা বলেন।

বিধান রঞ্জন রায় আরও বলেন, প্রাথমিক শিক্ষার মান্নোয়নই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। শুধু অবকাঠামোগত উন্নয়ন হলেই শিক্ষার উন্নয়ন হবে, এমনটা নয়। শিক্ষার গুণগত উন্নয়ন ঘটাতে হবে এবং প্রাথমিক শিক্ষার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য শিক্ষকদের কাজ করতে হবে। তিনি বলেন, ‘প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ওপর চাপ প্রয়োগ করে লেখাপড়া আদায় করার মানসিকতা পরিহার করতে হবে। প্রাইমারিতে সব শিখিয়ে ফেলব, তা সঠিক নয়। পঞ্চম শ্রেণি পাস করে একজন শিক্ষার্থী যাতে পড়তে ও লিখতে পারে এবং যোগ-বিয়োগ-গুণ-ভাগ করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে কাজ করে যাব।’ মাতৃভাষায় সহজে পড়তে ও লিখতে পারার প্রতি মনোযোগ সৃষ্টি করার এবং প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের প্রশিক্ষণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

প্রিন্টিংয়ের কাজ চলছে এবং জানুয়ারিতেই প্রাথমিকের বই বিতরণ সম্ভব হবে উল্লেখ করে বিধান রঞ্জন রায় বলেন, ‘আমরা শিক্ষা উপকরণ দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি, দুপুরের খাবার দিচ্ছি। পর্যায়ক্রমে সব স্কুলে দুপুরের খাবার দেওয়া হবে।’

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক মো. আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিকেলে রংপুরের পীরগঞ্জে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর গ্রামের বাড়িতে যান। উপদেষ্টা শহীদ আবু সাঈদের মা–বাবার সঙ্গে কথা বলেন।

আনোয়ারায় যাত্রীবাহী বাসে তল্লাশি, ইয়াবাসহ আটক ২
  • ১৯ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপের প্রস্তুতি স্থগিত ক…
  • ১৯ জানুয়ারি ২০২৬
সিঙ্গার বাংলাদেশে চাকরি, নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
  • ১৯ জানুয়ারি ২০২৬
লক্ষ্মীপুরে নিখোঁজের তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার
  • ১৯ জানুয়ারি ২০২৬
দাবি আদায়ে ইসি সদিচ্ছা প্রকাশ না করলে সব পন্থা অবলম্বন করবো…
  • ১৯ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র ও জামায়াতকে কেন্দ্রের আশপাশেও ঢুকতে দেব না: বিএন…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9