প্রশিক্ষণের নামে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে ক্লাস নেন কলেজে

০৯ জুন ২০২৪, ০৭:৪২ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩১ PM

© সংগৃহীত

প্রশিক্ষণের নামে এমপিওভুক্ত মাদরাসা থেকে ছুটি নিয়ে অন্য কলেজে চাকরি করার অভিযোগ উঠেছে বায়জিদ হোসেন নামের এক শিক্ষকের বিরুদ্ধে। বায়জিদ হোসেন কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক। ছুটি নিয়ে তিনি সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে কর্মরত রয়েছেন। মাদরাসার অধ্যক্ষের সঙ্গে যোগসাজসে পাঁচ মাস ধরে বেতনও উত্তোলন করেছেন।

মাদরাসা সূত্রে জানা গেছে, বায়জিদ হোসেন এনটিআরসিএর চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়ে ২০২৩ সালের অক্টোবরে মাদরাসার আইসিটি বিষয়ের প্রভাষক পদে যোগদান করেন। পরে তিনি এমপিওভুক্ত হন। জানুয়ারি মাস থেকে তিনি মাদরাসায় অনুপস্থিত। তবে মাদরাসা থেকে নিয়মিত বেতন উত্তোলন করছেন।

ওই মাদরাসার আইসিটি বিষয়ের খন্ডকালীন শিক্ষক আরিফুল ইসলাম আকাশ বলেন, এ বিষয়ে অন্য কোনো শিক্ষক আছেন কি না আমি জানি না। চলতি বছরের জানুয়ারি মাসের ৪ তারিখ থেকে আমি নিয়মিত ক্লাস নিচ্ছি। এ সময় আইসিটি বিষয়ের অন্য কোনো শিক্ষক দেখতে পাইনি।

মাদরাসার শিক্ষক প্রতিনিধি (টিআর) মাজেদুল ইসলাম বলেন, আইসিটি শিক্ষক বায়জিদ হোসেন অনেকদিন ধরে মাদরাসায় আসেন না। শুনেছি তিনি ট্রেনিংয়ে আছেন। কিসের ট্রেনিং সেটি জানি না।

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আইসিটি বিভাগের প্রধান সারওয়ারর্দী আলম বলেন, বায়জিদ আগে আমাদের স্কুল শাখার শিক্ষক ছিলেন। মাদরাসায় চাকরি হওয়ার পর তিনি ইস্তফা দেন। তাকে রাখার জন্য প্রস্তাব দিলে তিনি কলেজের প্রভাষক পদে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন। পরে পাঁচ মাস আগে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এমনকি তার স্ত্রীকেও চাকরি দেওয়া হয়। তিনি কলেজে নিয়মিত ক্লাস নিচ্ছেন। তিনি এখনও ওই মাদরাসায় কর্মরত রয়েছেন সেটি আমাদের জানা নেই।

এ বিষয়ে মাদরাসার অধ্যক্ষ মাওলানা নূর বখ্ত বলেন, বায়েজিদ ৩০ জুন পর্যন্ত প্রশিক্ষণকালীন ছুটিতে রয়েছেন। এরপর যোগদান না করলে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

অভিযুক্ত প্রভাষক বায়জিদ হোসেন বলেন, অধ্যক্ষ স্যারের সঙ্গে কথা বলে আমি ৩০ জুন পর্যন্ত প্রশিক্ষণকালীন ছুটি নিয়েছি। আমি যেখানে আছি সেটি এমপিওভুক্ত প্রতিষ্ঠান নয়। এছাড়াও বায়জিদ দাবি করেন, ১ জুন আলিয়া মাদরাসায় ইস্তফা দিয়েছেন। তিনি যে বেতন উত্তোলন করেছেন সেটি ফেরত দিতেও প্রস্তুত রয়েছেন তিনি।

 
নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্…
  • ২১ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের বারান্দা থেকে নবজাতক উদ্ধার
  • ২১ জানুয়ারি ২০২৬
যেসব আসনে প্রার্থিতা প্রত্যাহার করল গণঅধিকার পরিষদ
  • ২১ জানুয়ারি ২০২৬
গ্রিনল্যান্ড: বৈশ্বিক যুদ্ধের নতুন কেন্দ্র?
  • ২১ জানুয়ারি ২০২৬
চবিতে আনোয়ারা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ…
  • ২১ জানুয়ারি ২০২৬
বিএনপির নির্বাচনী জোট থেকে সরে একক নির্বাচনের ঘোষণা মান্নার
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9