চবিতে আনোয়ারা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ গঠন

২১ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ AM
প্রভাত মজুমদার ও মুহাম্মদ হেলাল উদ্দীন

প্রভাত মজুমদার ও মুহাম্মদ হেলাল উদ্দীন © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত আনোয়ারা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন আনোয়ারা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের জন্য ৪৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। সংগঠনের উপদেষ্টারা এবং সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ ঈসা খান ও সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগরের সিদ্ধান্তক্রমে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে প্রভাত মজুমদারকে সভাপতি ও মুহাম্মদ হেলাল উদ্দীনকে সাধারণ সম্পাদক এবং সাবরিনা জাহান তন্বীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির নেতারা আগামী এক বছর সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।

নবনির্বাচিত সভাপতি প্রভাত মজুমদার বলেন, আনোয়ারা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনকে একটি সুসংগঠিত, দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য। শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে এবং আনোয়ারা উপজেলার সব শিক্ষার্থীর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।

সাধারণ সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দীন বলেন, নতুন কমিটি শিক্ষার্থীদের শিক্ষা, সামাজিক ও মানবিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। 

পাশাপাশি আনোয়ারা উপজেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্ব বিকাশে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি আরও জানান, পিছিয়ে পড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি মো. রবিউল চৌধুরী এবং সহসভাপতি হিসেবে আকিবুল হাসান ফয়সাল, ইব্রাহীম রুবেল, এ এম তৌহিদুল হক, শানা বড়ুয়া রণি, শান্ত দেবনাথ, মোহাম্মদ মুনির উদ্দীন হাসান ও হাফেজ ইরফান উদ্দীন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আমজাদ হোসেন, শহিদুল ইসলাম পারভেজ, মুহাম্মদ বেলাল উদ্দীন, মো. এনাম উদ্দিন, লাভলী জাহান রেখা ও ঋতুপর্ণা দাশ।

এ ছাড়া সংগঠনের বিভিন্ন দপ্তরে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন অর্থ সম্পাদক ওবাইদ বিন আহমেদ শিহাব, ছাত্রীবিষয়ক সম্পাদক জান্নাত সুমাইয়া, প্রচার সম্পাদক মো. আজিজুর রহমান, দপ্তর সম্পাদক মো. সরওয়ার উদ্দিন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আকবর আহাদ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক সীমান্ত আচার্য্য, ক্রীড়া সম্পাদক শাহাব শুভ্র, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক জাওয়াদুর রশিদ ওয়াসি এবং গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক তাজকিয়া সুলতানা।

সংগঠনের উপদেষ্টা ও সাবেক নেতারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। নবনির্বাচিত নেতারাও সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাচ্ছেন কমিশনের সদস্যরা
  • ২১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের ফল অনতিবিলম্বে, প্রশ্নফাঁস নিয়ে চূড়ান্ত ব্যাখ্যা…
  • ২১ জানুয়ারি ২০২৬
বুধবার ওসমান হাদীর কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু এন…
  • ২১ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি …
  • ২১ জানুয়ারি ২০২৬
শেষ হলো পে-স্কেলের সভা, পেনশন নিয়ে বড় সুখবর দিল কমিশন
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9