হামজার দৃষ্টিনন্দন বাইসাইকেল গোল, লিড বাংলাদেশের

১৩ নভেম্বর ২০২৫, ০৯:২২ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ PM
হামজা

হামজা © সংগৃহীত ছবি

হামজা চৌধুরীর দারুণ এক মুহূর্তে উল্লাসে মাতে জাতীয় স্টেডিয়াম। বক্সের ভেতরে বাতাসে ভাসমান বলের ওপর নিখুঁত নিয়ন্ত্রণে নিয়ে বাইসাইকেল কিকে দুর্দান্ত গোল করেন লেস্টার সিটির এই তারকা। তার সেই চমকপ্রদ গোলেই ম্যাচে সমতায় ফেরে বাংলাদেশ। মাঠে উপস্থিত দর্শকরাও মুগ্ধ হন হামজার অসাধারণ নৈপুণ্যে। 

মিনিট দুয়েক পরেই অবশ্য আনন্দ দ্বিগুণ করেন হামজা। স্পটকিকে গোল করে দলকে লিড এনে দেন। বিরতি থেকে ফিরেই ম্যাচে দারুণভাবে সমতায় ফেরে বাংলাদেশ। ম্যাচের ৪৬তম মিনিটে গোল এনে দেন হামজা। ডানপ্রান্ত থেকে ফাহিমের ক্রস নেপালের এক ডিফেন্ডার হেড করে বিপদমুক্ত করতে চাইলেও বল ফিরে আসে বক্সের বাইরে থাকা জামাল ভূঁইয়ার কাছে। তিনিও দ্রুতই বলটি বাড়িয়ে দেন হামজার দিকে, আর বাইসাইকেল কিকে দুর্দান্তভাবে জালে বলটি পাঠান লেস্টার সিটির এই মিডফিল্ডার। তার সেই চমৎকার গোলেই ১–১ সমতায় ফিরে বাংলাদেশ।

দুই মিনিটের মধ্যেই ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ, আবারও নায়ক হামজা। নেপালের বক্সে রাকিব ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বাংলাদেশ। স্পট কিক নিতে এগিয়ে আসেন হামজা। ঠাণ্ডা মাথায় নেওয়া তার নিখুঁত শট বুঝতেই পারেননি নেপালের গোলরক্ষক।। বল জালে জড়াতেই লিড পায় বাংলাদেশ।

এর আগে, ম্যাচের ১০ম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। মাঝমাঠ থেকে অধিনায়ক জামাল ভূঁইয়া উঁচু করে বল পাঠান ফাহিমের উদ্দেশে। ডান প্রান্তে বল পেয়ে ফাহিম দারুণ এক ক্রস তোলেন সোহেল রানা জুনিয়রের দিকে। কিন্তু বক্সে থাকা সোহেল বলটিতে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন, ফলে হাতছাড়া হয় সম্ভাব্য গোলের সুযোগও।

২৬তম মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। বক্সের ভেতরে বল পেয়েছিলেন ফাহিম, পাশে ফাঁকা অবস্থায় ছিলেন রাকিব। কিন্তু শট নেবেন নাকি পাস দেবেন, এই দ্বিধায় পড়েন ফাহিম। শেষ পর্যন্ত তার নেওয়া শট সহজেই রুখে দেন নেপালের গোলরক্ষক কিরণ কুমার লিম্বু।

এর মাত্র তিন মিনিট পরই প্রতি আক্রমণে গোল করে এগিয়ে যায় নেপাল। বক্সের বাম-প্রান্ত থেকে সুমিত শ্রেষ্ঠার নিখুঁত ব্যাক পাস পেয়ে রোহিত চাঁদ বাঁ-পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন। অবশ্য, মিতুলের আর কিছুই করার ছিল না।

পরের মিনিটেই আবারও সুযোগ তৈরি করেছিলেন ফাহিম, তবে তার নেওয়া দুর্বল শট সহজেই ধরে ফেলেন নেপালের গোলরক্ষক লিম্বু। 

৩৬তম মিনিটে আরও একবার গোলের দারুণ সুযোগ পান ফাহিম। সতীর্থের উঁচু করে বাড়ানো বল বক্সের ভেতর নিখুঁতভাবে নিয়ন্ত্রণে নেন তিনি, কিন্তু তার জোরালো শটটি দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন নেপালের ডিফেন্ডার অনন্ত। শেষ পর্যন্ত প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজেরা।

গোপন আস্তানা ও চরমপন্থার তথ্য দিলে অর্থ পুরস্কার: আইজিপি বা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
সংকট সমাধানে ৫ দফা দাবি বাংলাদেশ মাইনোরিটি ল’ইয়ার্স ইউনিটির
  • ১৮ জানুয়ারি ২০২৬
এরদোয়ান ও সিসিকে গাজার 'শান্তি বোর্ডে' আমন্ত্রণ ট্রাম্পের
  • ১৮ জানুয়ারি ২০২৬
বাফুফেকে বিশ্বকাপের ৩৩০ টিকিট দিল ফিফা, কিনবেন যেভাবে
  • ১৮ জানুয়ারি ২০২৬
বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম হলেন ঢাবি শিক্ষার্থী রাসেল
  • ১৮ জানুয়ারি ২০২৬
মাহফুজ আলমের ভাইকে রামগঞ্জে এনসিপির প্রার্থী করায় জামায়াত ক…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9