হতাশার প্রথমার্ধে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

গোল করার পর নেপালের খেলোয়াড়ের উদযাপন
গোল করার পর নেপালের খেলোয়াড়ের উদযাপন  © টিডিসি

ঘরের মাঠে নেপালের বিপক্ষে ফিফা টাইয়ার-১ আন্তর্জাতিক ম্যাচের প্রথমার্ধে খুব একটা ছন্দে দেখা যায়নি বাংলাদেশকে। শুরুতে কয়েকটি আক্রমণের চেষ্টা করলেও নেপালের শক্ত রক্ষণভাগ ভাঙতে পারেননি জামাল ভূঁইয়ারা। উল্টো ২৯তম মিনিটে গোল হজম করে লাল-সবুজেরা। পরে অবশ্য আক্রমণে গতি বাড়ালেও প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি স্বাগতিকরা। নির্ধারিত সময় শেষে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১০ম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। মাঝমাঠ থেকে অধিনায়ক জামাল ভূঁইয়া উঁচু করে বল পাঠান ফাহিমের উদ্দেশে। ডান প্রান্তে বল পেয়ে ফাহিম দারুণ এক ক্রস তোলেন সোহেল রানা জুনিয়রের দিকে। কিন্তু বক্সে থাকা সোহেল বলটিতে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন, ফলে হাতছাড়া হয় সম্ভাব্য গোলের সুযোগও।

২৬তম মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। বক্সের ভেতরে বল পেয়েছিলেন ফাহিম, পাশে ফাঁকা অবস্থায় ছিলেন রাকিব। কিন্তু শট নেবেন নাকি পাস দেবেন, এই দ্বিধায় পড়েন ফাহিম। শেষ পর্যন্ত তার নেওয়া শট সহজেই রুখে দেন নেপালের গোলরক্ষক কিরণ কুমার লিম্বু।

এর মাত্র তিন মিনিট পরই প্রতি আক্রমণে গোল করে এগিয়ে যায় নেপাল। বক্সের বাম প্রান্ত থেকে সুমিত শ্রেষ্ঠার নিখুঁত ব্যাক পাস পেয়ে রোহিত চাঁদ বাঁ পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন। অবশ্য, মিতুলের আর কিছুই করার ছিল না।

পরের মিনিটেই আবারও সুযোগ তৈরি করেছিলেন ফাহিম, তবে তার নেওয়া দুর্বল শট সহজেই ধরে ফেলেন নেপালের গোলরক্ষক লিম্বু। 

৩৬তম মিনিটে আরও একবার গোলের দারুণ সুযোগ পান ফাহিম। সতীর্থের উঁচু করে বাড়ানো বল বক্সের ভেতর নিখুঁতভাবে নিয়ন্ত্রণে নেন তিনি, কিন্তু তার জোরালো শটটি দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন নেপালের ডিফেন্ডার অনন্ত। শেষ পর্যন্ত প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় লাল-সবুজেরা।


সর্বশেষ সংবাদ