মাত্র ২১ বছর বয়সেই প্রাণ গেল সাবেক আর্সেনাল ফুটবলারের
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ PM
মাত্র ২১ বছর বয়সে জীবন থেমে গেল সাবেক আর্সেনাল একাডেমির ফুটবলার বিলি ভিগারের। যে বয়সে ক্যারিয়ারের উত্থান ঘটিয়ে বিশ্ব ফুটবলে আলো ছড়ানোর কথা, সেই সময়ই মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করলেন তিনি। ইসমিয়ান লিগে উইনগেট অ্যান্ড ফিঞ্চলির বিপক্ষে একটি ম্যাচে মাঠে খেলতে গিয়ে গুরুতর মস্তিষ্কে আঘাত পান ভিগার। ম্যাচ শুরুর মাত্র ১৩ মিনিটের মাথায় ওই ভয়াবহ দুর্ঘটনার পর খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
আঘাতের পর বিলি ভিগার কোমায় চলে যান এবং দ্রুত অস্ত্রোপচার করানো হয়। চিচেস্টার সিটি ক্লাব এক বিবৃতিতে জানায়, আঘাত এতটাই গুরুতর ছিল যে, অস্ত্রোপচারের পর কিছুটা উন্নতি দেখা গেলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিলি ভিগারের ফুটবল যাত্রা শুরু হয়েছিল ২০১৭ সালে, মাত্র ১৪ বছর বয়সে আর্সেনালের একাডেমিতে যোগ দিয়ে। এরপর ২০২২ সালে তিনি আর্সেনালের সঙ্গে চুক্তিবদ্ধ হন। পরে ধারে ডার্বি কাউন্টির অনূর্ধ্ব–২১ দল এবং ইসবর্ন বোরোতে খেলেন। সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে যোগ দেন হেস্টিংস ইউনাইটেডে। সেখান থেকে চিচেস্টার সিটিতে নাম লেখান চলতি মৌসুমেই।
তরুণ এই প্রতিভাবান ফরোয়ার্ডের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইংলিশ ফুটবল অঙ্গনে। সম্ভাবনাময় এক ক্যারিয়ার এভাবে থেমে যাওয়াকে ফুটবলপ্রেমীরা মেনে নিতে পারছেন না। ফুটবল মাঠে প্রাণ হারানো বিলি ভিগার স্মরণে তার ক্লাব ও সতীর্থরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।