ফিফা উইন্ডোতে নেপালে প্রীতি ম্যাচ
প্রাথমিক স্কোয়াডে হামজা, নেই সামিত
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৫৬ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৪:০৯ PM
আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে নেপালের কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল। আসন্ন ম্যাচ দুটির জন্য আজ থেকেই আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরু হয়েছে। তবে কানাডাপ্রবাসী ফুটবলার সামিত সোম নেপালে প্রীতি ম্যাচে খেলবেন না। অবশ্য ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা চৌধুরীর ক্লাবের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সাধারণত ফিফা উইন্ডোতে ৭২ ঘণ্টা আগে জাতীয় দলের জন্য ফুটবলারদের ছাড়তে বাধ্য ক্লাবগুলো। এমন নিয়ম থাকলেও এবার সেপ্টেম্বরে সামিতকে আনছে না লাল-সবুজ শিবির।
এ প্রসঙ্গে জাতীয় দলের ম্যানেজার আমের খান বললেন, 'সামিতের সেপ্টেম্বরে ক্লাব ফুটবলের ম্যাচ রয়েছে। এজন্য তাকে সেপ্টেম্বর উইন্ডোতে প্রাথমিক তালিকায় রাখা হয়নি। হামজা চৌধুরী তালিকায় রয়েছেন।'
কানাডায় কাভারলির হয়ে খেলেন সামিত। আগামী ৬ ও ১৪ সেপ্টেম্বর লিগে দুটি ম্যাচ আছে তাদের। একই সময়ে ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
এদিকে প্রীতি ম্যাচে হামজাও না আসতে পারেন, এমন গুঞ্জন ছিল। এ নিয়ে ম্যানেজার জানালেন, 'কোচের ২৪ জনের প্রাথমিক তালিকায় হামজা রয়েছেন। ইতোমধ্যে তার ক্লাব লেস্টার সিটিকে চিঠি দেওয়া হয়েছে। হামজাকে সেপ্টেম্বরে আনার জন্য তার ক্লাবের সঙ্গে ফেডারেশনের আলোচনা চলমান।'