ঘরের মাঠে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের কাছে হেরে গেল আবাহনী © সংগৃহীত
ঘরের মাঠে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের কাছে হেরে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ থেকেই বিদায় নিল আবাহনী লিমিটেড। মঙ্গলবার (১২ আগস্ট) জাতীয় স্টেডিয়ামে ২-০ গোল ব্যবধানে হেরেছে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।
অবশ্য মুরাস দলটি কাগজে-কলমে কিরগিজস্তানের হলেও, স্কোয়াডে ৭ ইউক্রেনীয় ফুটবলার থাকায় শক্তিমত্তায় বেশ এগিয়ে তারা। যদিও ম্যাচের প্রথমার্ধে সফরকারীদের রুখে দেয় এ কে এম মারুফুল হকের শিষ্যরা। কিন্তু বিরতির পরেই ভেঙে পড়ে স্বাগতিকেরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই, ম্যাচের ৪৮তম মিনিটে আতায় জুমাশেভের গোলে এগিয়ে যায় মুরাস। এরপর বেশ কিছু আক্রমণ শানালেও সমতায় ফিরতে ব্যর্থ হয় আবাহনী। উল্টো ম্যাচের শেষ দিকে অর্থাৎ ইনজুরি টাইমে আরেকটি গোল হজম করে ২-০ ব্যবধানে ম্যাচ শেষ করে মারুফুল হকের দল।
যদিও গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল আবাহনী, কিন্তু গোলের কোনো সুযোগ তৈরি করতে পারেনি দলটি। উল্টো ম্যাচের বাকি সময়ে বেশ গোছানোভাবে খেলে লিড ধরে রাখে মুরাস। মনে হচ্ছিল, ১-০ গোলেই শেষ হবে ম্যাচ। কিন্তু ইনজুরি টাইমে ব্যবধান বাড়িয়ে দেয় কিরগিজ ক্লাবটি।
ম্যাচের ৯২তম মিনিটে আবারও আতায় জুমাশেভ গোল করে নিজের জোড়া পূর্ণ করেন এবং আবাহনীর বিদায় নিশ্চিত করেন। এতে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে জায়গা করে নেওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল আবাহনী লিমিটেডের।