বাঘিনীদের জয়রথ ছুটছেই, তুর্কমেনিস্তানের জালে ৭ গোল

গোলের পর ঋতুপর্ণা-তহুরার উচ্ছ্বাস
গোলের পর ঋতুপর্ণা-তহুরার উচ্ছ্বাস  © ফাইল ফটো

বাংলাদেশ নারী ফুটবল দলের এশিয়া কাপ নিশ্চিত হয়েছে এক ম্যাচ আগেই। আজ তুর্কমেনিস্তানে বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে নেমেছিল বাংলাদেশ। র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা তুর্কমেনিস্তানকে ম্যাচের ২০ মিনিটেই ৬ গোল দেয় বাংলাদেশ। 

ম্যাচের তৃতীয় মিনিটেই স্বপ্নার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ৬ মিনিটে শামসুন্নাহার গোল করেন। শামসুন্নাহার তার দ্বিতীয় গোলটি করেন ১৩ মিনিটে। ম্যাচের ১৬ মিনিটে মনিকার গোল। ১৭ মিনিটে গোল করেন ঋতুপর্না। এতে ১৯ মিনিটে গোলরক্ষক পরিবর্তন করতে বাধ্য হন তুর্কমেনিস্তানের কোচ। ২০ মিনিটে তহুরার গোলে স্কোর হয় ৬-০। 

এরপর প্রায় ২০ মিনিট গোলের দেখা পায়নি বাংলাদেশ। ম্যাচের ৪০ মিনিটে কর্নার থেকে বল পেয়ে বাঁ পায়ে দুর্দান্ত গোলে বাংলাদেশের স্কোর ৭-০ করেন ঋতুপর্না চাকমা। ম্যাচে এটি ঋতুপর্নার দ্বিতীয় গোল। প্রথমার্ধে ৭ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ঋতুপর্নারা।

বিরতি থেকে ফেরার পর কোনো দলই আর গোলের দেখা পায়নি। অবশ্য আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিল ম্যাচ। শেষমেশ ৭-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাঘিনীরা।


সর্বশেষ সংবাদ