আজ মাঠে নামছে বাঘিনীরা, শেষটাও রাঙাতে চায় বাংলাদেশ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৫:৪১ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৮:২১ PM

যেন রূপকথার গল্পের মত সময় পার করছে বাংলাদেশ নারী ফুটবল দল। এএফসি উইমেনস এশিয়ান কাপের বাছাইপর্বে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে প্রথমবারের মত মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা।
গ্রুপ ‘সি’ থেকে দুটি জয় নিশ্চিত করে তাদের অস্ট্রেলিয়া যাত্রা নিশ্চিত। আজ (৫ জুলাই) তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে বাঘিনীরা। যদিও এটি নিয়মরক্ষার ম্যাচ, তবে দলের লক্ষ্য স্পষ্ট—জয় দিয়ে উৎসবের আনন্দ আরও গাঢ় করা।
মিয়ানমারের ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারায় বাংলাদেশ। গেল বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে মূল পর্বে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে যায় টাইগ্রেসরা। একই দিন তুর্কেমেনিস্তান ও বাহরাইনের ম্যাচ ২-২ সমতায় শেষ হলে মূল পর্বের টিকিট নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।
গ্রুপ পর্বে ২ ম্যাচ খেলে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে টাইগ্রেসরা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে হারলেও শীর্ষেই থাকবে বাংলাদেশ। তাই প্রথমবারের মত নারী এশিয়ান কাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করে তারা। আজ জয় দিয়ে সেই স্বপ্নের পথ আরও আলোকিত করে তুলতে চায় বাঘিনীরা।
ফিফা র্যাংকিংয়ে ১৪১তম স্থানে তুর্কেমেনিস্তান। টুর্নামেন্টে ২ ম্যাচে একটি করে ড্র ও হারে ১ পয়েন্ট তাদের। এছাড়া স্বাগতিক মিয়ানমারের ৩ ও বাহরাইনের ১ পয়েন্ট।
এশিয়ান কাপে কোয়ালিফাই করলেও উদযাপটা বাকি এখনও। তুর্কমেনিস্তানকে হারিয়েই উদযাপন করতে চায় বাংলাদেশ। মিয়ানমারকে হারানোর পরে এমনটাই জানিয়েছেন, দলের সিনিয়র ফুটবলার শিউলি আজিম। আর অধিনায়ক আফঈদা খন্দকার বললেন, “এই অর্জন আমাদের জন্য বিশাল গর্বের। প্রথমবারের মত এশিয়ান কাপে কোয়ালিফাই করেছি আমরা। এখন চাই জয় দিয়ে এই পর্বটা স্মরণীয় করে রাখতে।”
দলের কয়েকজন খেলোয়াড়ের হালকা চোট থাকায় আজ একাদশে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। নতুনদের সুযোগ দিতে পারেন কোচ পিটার বাটলার। তবু লক্ষ্য একটাই—জয়। গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বললেন, “মেয়েরা এই ম্যাচটাকেও দারুণ গুরুত্ব দিচ্ছে। জয় দিয়েই কোয়ালিফিকেশনের আনন্দ উদযাপন করতে চাই আমরা।”