নিয়মরক্ষার ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

বাংলাদেশ দল
বাংলাদেশ দল  © সংগৃহীত

এক ম্যাচ আগেই এশিয়া কাপ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আজ তুর্কমেনিস্তানে বিপক্ষে ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। এরপরও মিয়ানমার ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছেন বৃটিশ কোচ পিটার বাটলার। মিয়ানমারের ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারায় বাংলাদেশ। গেল বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে মূল পর্বে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে যায় টাইগ্রেসরা। একই দিন তুর্কেমেনিস্তান ও বাহরাইনের ম্যাচ ২-২ সমতায় শেষ হলে মূল পর্বের টিকিট নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। আজ জয় দিয়ে সেই স্বপ্নের পথ আরও আলোকিত করে তুলতে চায় বাঘিনীরা।

ফিফা র‌্যাংকিংয়ে ১৪১তম স্থানে তুর্কেমেনিস্তান। টুর্নামেন্টে ২ ম্যাচে একটি করে ড্র ও হারে ১ পয়েন্ট তাদের। এছাড়া স্বাগতিক মিয়ানমারের ৩ ও বাহরাইনের ১ পয়েন্ট।

গেল দুই ম্যাচের মত গোলপোস্ট অক্ষত রাখার দায়িত্ব দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক ঋতুপর্ণা চাকমার। আর রক্ষণে অধিনায়ক আফিদার সঙ্গী শিউলি ও শামসুন্নাহার। মিডফিল্ডে মনিকা চাকমা। তার সঙ্গে মারিয়া, কোহাতি ও স্বপ্না রাণী রয়েছেন। ফরোয়ার্ডে ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন ও শামসুন্নাহার আছেন।

বাংলাদেশ একাদশ: রুপ্না চাকমা (গোলরক্ষক), আফিদা খন্দকার (অধিনায়ক), শিউলি আজিম, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, স্বপ্না রাণী, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার ও তহুরা খাতুন।


সর্বশেষ সংবাদ