১৪ দেশের ৪৯ প্রবাসী ফুটবলার বাফুফের ট্রায়ালে, সম্ভাবনার নতুন জোয়ার
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১০:৫৯ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:৫৪ PM
বাংলাদেশের ফুটবলে বইছে সম্ভাবনার নতুন হাওয়া। জাতীয় দলের ভবিষ্যৎ গড়তে চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজিত বিশেষ ট্রায়াল। বিশ্বের ১৪টি দেশ থেকে আসা ৪৯ জন প্রবাসী তরুণ ফুটবলার অংশ নিয়েছেন এই কার্যক্রমে।
শনিবার (২৮ জুন) যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, কানাডা, ইতালিসহ বিভিন্ন দেশের বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়রা সকাল ও বিকেলে দুই দফায় মাঠে নামেন। সকালে অনূর্ধ্ব–১৯ দলের জন্য নির্ধারিত সেশনে ২৪ জন এবং বিকেলে সিনিয়র পর্যায়ে ২৫ জন ফুটবলার অংশ নেন।
জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা, সহকারী কোচ হাসান আল মামুন এবং বিভিন্ন প্রিমিয়ার লিগ ক্লাবের কোচরা সরেজমিনে উপস্থিত থেকে প্রতিটি খেলোয়াড়ের পারফরম্যান্স, বল নিয়ন্ত্রণ, গতি ও ট্যাকটিক্যাল দক্ষতা পর্যবেক্ষণ করেন।
বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়রা নিজ খরচে বাংলাদেশে এসে ট্রায়ালে অংশ নিয়েছেন। তবে তাদের সকলকে প্রশিক্ষণ উপযোগী জার্সি, শর্টস ও সকারস সরবরাহ করেছে ফেডারেশন।
বাফুফের আমন্ত্রণে আয়োজিত এই তিনদিনব্যাপী (২৮-৩০ জুন) ট্রায়ালের মূল লক্ষ্য—জাতীয় ও বয়সভিত্তিক দলগুলোতে দক্ষ প্রবাসী ফুটবলার যুক্ত করা। পাশাপাশি দেশের ক্লাবগুলোর কাছেও নতুন প্রতিভা তুলে ধরা।
জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা বলেন, “আমরা প্রতিটি খেলোয়াড়কে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তাদের মধ্যে কার কী শক্তি ও দুর্বলতা রয়েছে, তা বিশ্লেষণ করে ডেটা তৈরি করছি। ভবিষ্যতের জন্য এটি বড় সহায়ক হবে।”
হামজা চৌধুরী ও শমিত সোমের মতো তারকারা জাতীয় দলে জায়গা পাওয়ার পর প্রবাসীদের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছে, এই ট্রায়াল তারই বাস্তব রূপ। বাফুফে আশা করছে, এখান থেকেই উঠে আসবে ভবিষ্যতের বাংলাদেশ দল গড়ার গুরুত্বপূর্ণ কিছু নাম।