এশিয়ান কাপে খেলতে যে সমীকরণের সামনে বাংলাদেশ

১১ জুন ২০২৫, ০৮:০৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১০:২৪ AM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোল ব্যবধানে হেরে আসন্ন এএফসি এশিয়ান কাপে খেলার স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। তবে এখনও সম্ভাবনা শেষ হয়ে যায়নি লাল-সবুজ শিবিরের। ২০২৭ এশিয়ান কাপে খেলার এখনও বড় সুযোগ হামজা চৌধুরী-শমিত সোমদের সামনে, এজন্য মেলাতে হবে বেশক’টি সমীকরণ।

এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ৬ গ্রুপে ভাগ হয়ে মোট ২৪টি দল খেলছে। যেখান থেকে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল সৌদি আরবে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে জায়গা পাবে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে ভারত, সিঙ্গাপুর ও হংকং রয়েছে।

এই গ্রুপের প্রতিটি দলই ইতোমধ্যে দুটি করে ম্যাচ খেলেছে। দুই ম্যাচ শেষে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিঙ্গাপুর, সমান পয়েন্ট নিয়েও গোলব্যবধানে পিছিয়ে তালিকার দুইয়ে হংকং। বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ১ করে; তবে গোলব্যবধানে তিনে বাংলাদেশ, আর চতুর্থস্থানে ভারত।

গ্রুপ চ্যাম্পিয়ন হতে নিজেদের বাকি ৪ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে ১৩। তবে কেবল সবক’টি ম্যাচে জয় পেলেই হবে না, অন্য দলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে হ্যাভিয়ের ক্যাবরেরার দলকে। অন্য দলগুলোর পয়েন্টও ১৩ হলে গোল পার্থক্যে এগিয়ে থাকতে হবে বাংলাদেশের।

তালিকার শীর্ষে থাকা হংকংয়ের বর্তমান পয়েন্ট ৪। ফলে, বাংলাদেশের সঙ্গে হোম ও অ্যাওয়ে দুটি ম্যাচেই হারলে এবং ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে জয় ছিনিয়ে নিলে দলটির মোট পয়েন্ট দাঁড়াবে ১০। এক্ষেত্রে জামাল-হামজাদের নিচেই থাকবে তারা।

৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকা সিঙ্গাপুর আবার নিজেদের বাকি ৪ ম্যাচের মধ্যে দুবারই ভারতের মুখোমুখি হবে। এছাড়া একবার করে বাংলাদেশ ও হংকংয়ের মোকাবিলা করবে তারা। শর্তানুযায়ী, বাংলাদেশের কাছে হারলে এবং বাকি তিন ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে ১৩। এক্ষেত্রে গোল ব্যবধানই মূল ইস্যু হয়ে দাঁড়াবে। তাই অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে জয়ের পাশাপাশি বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশ দলকে।

কাগজে-কলমে ভারতও বড় ফ্যাক্টর। তবে বাংলাদেশ যদি আগামী নভেম্বরে ঘরের মাঠে ভারতকে হারিয়ে দিতে পারে, তাহলে পয়েন্ট টেবিল আরও জমে উঠবে। কেননা, নিজেদের বাকি তিন ম্যাচের সবগুলোতে জিতলেও তাদের পয়েন্ট দাঁড়াবে ১০। যা রীতিমত কষ্টসাধ্য ও অকল্পনীয়।

সবমিলিয়ে হিসেব দাঁড়াচ্ছে, বাংলাদেশের সামনে এখন যদি কিন্তুর পাশাপাশি ‘অমাবস্যার চাঁদ’র মত সমীকরণ। সহজ করে বললে, চোখ বুঝে বাকি ৪ ম্যাচে জিততেই হবে। একইসঙ্গে গোলব্যবধানও বাড়িয়ে নিতে হবে। 

ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল
  • ২২ জানুয়ারি ২০২৬
রাজধানীতে স্কুলে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসির সঙ্গে কী কথা হয়েছিল বিসিবি সভাপতি বুলবুলের?
  • ২২ জানুয়ারি ২০২৬
বিড়ি খাওয়ার বক্তব্য দেওয়ায় জামায়াতের ২ কোটির মার্কেটিং হয়…
  • ২২ জানুয়ারি ২০২৬
হারের পর ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ সিলেট টাইটান্সের সাবেক উপদ…
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসি থেকে ‘মিরাকল’ সিদ্ধান্তের প্রত্যাশা বিসিবি সভাপতির
  • ২২ জানুয়ারি ২০২৬