অবশেষে গোলের দেখা পেল বাংলাদেশ

গোল করার পর রাকিব হোসেন
গোল করার পর রাকিব হোসেন  © সংগৃহীত

অবশেষে ৬৬ মিনিটের মাথায় গোলের দেখা পেল বাংলাদেশ। এর আগে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ৪৪ মিনিটের পর ৫৭ মিনিটে আরেক গোলে ২-০ লিড নিয়েছিল সিঙ্গাপুর। তবে ৬৬ মিনিটের মাথায় এক গোল শোধ করে বাংলাদেশ। হামজা চৌধুরীর বানিয়ে দেওয়া বল থেকে সিঙ্গাপুরের গোলকিপারকে বোকা বানালেন রাকিব হোসেন।

৫৭ মিনিটে বাংলাদেশকে ০-২ গোলে পিছিয়ে দিতে সিঙ্গাপুরের দ্বিতীয় গোলটি করেছেন ইকসান ফান্দি। বক্সের ভেতর থেকে নেওয়া সিঙ্গাপুরের এক ফরোয়ার্ডের শট বাংলাদেশের গোলকিপার মিতুল ঠেকালেও ভালোভাবে বিপদমুক্ত করতে পারেননি। বক্সের মধ্যেই বল পেয়ে যান ফান্দি। দূরের পোস্টে তার নেওয়া শট তাকিয়ে তাকিয়ে জালে যেতে দেখেন বাংলাদেশ অধিনায়ক তপু বর্মণ।

এর আগে ৪৪ মিনিটের গোলে লিড নেয় সিঙ্গাপুর। ৪৩ মিনিটে বাম প্রান্ত থেকে তারা লম্বা থ্রো ইন করে। বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা পোস্ট থেকে বেরিয়ে এসে বলের লাগাল পেলেও পুরোপুরি গ্রিপ করতে পারেননি। জর্ডান এমবইয়ের হেডে বল পান হারিস স্টুয়ার্ট। তার বাড়ানো বল বাংলাদেশের জালে ঠেলে দেন সং উই ইয়ান। সিঙ্গাপুরের দুই ফুটবলারের পা ঘুরলেও বাংলাদেশের গোলরক্ষক পোস্টে ফিরতে পারেননি।

এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম হোম ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হলো বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হলো কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোমের। আজ মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে এই খেলা শুরু হয়।


সর্বশেষ সংবাদ