নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৬ মে ২০২৫, ০৬:৩৩ PM , আপডেট: ২৫ মে ২০২৫, ০৭:২৩ PM
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের রোমাঞ্চকর সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের দল বাংলাদেশ। ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে আজ শুক্রবার (১৬ মে) অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ও আশিকুর রহমান। নেপালের হয়ে একমাত্র গোলটি করেন সুজন ডাঙ্গোল।
খেলার প্রথমার্ধে দুই দলের মধ্যে ছিল সমানে সমান লড়াই। ১৭তম মিনিটেই এগিয়ে যেতে পারত নেপাল, কিন্তু বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন অসাধারণ দক্ষতায় দলকে রক্ষা করেন। এরপর ২২ মিনিটে রিফাত কাজী ও ৩৩ মিনিটে মোরশেদ আলীর ফ্রি-কিকে জালের দেখা না পেলেও বারবারই চাপ বাড়ায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুলের লং শটও রুখে দেন নেপালের গোলকিপার ভক্ত বাহাদুর।
আরও পড়ুন: গরম কমবে কবে, আবহাওয়া অফিস যা জানাল
দ্বিতীয়ার্ধে গতি বাড়ায় বাংলাদেশ। ৫৬ মিনিটে মোরশেদের কর্নার থেকে মিঠু চৌধুরীর হেড গোলরেখা থেকে সেভ করেন নেপালের এক ডিফেন্ডার। এরপরও একের পর এক আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে নেপালের রক্ষণভাগ। ৭৩ মিনিটে নাজমুল হুদার কর্নার থেকে আশিকুর রহমানের দুর্দান্ত হেডে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ৮১ মিনিটে ডান প্রান্ত থেকে মোহাম্মদ মানিকের বুদ্ধিদীপ্ত পাসে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন নাজমুল নিজেই।
শেষ দিকে কিছুটা রক্ষণাত্মক খেলায় মনোযোগ দেয় বাংলাদেশ। তবে ৮৭ মিনিটে নেপালের আক্রমণে সুজন ডাঙ্গোল একটি গোল শোধ করে ব্যবধান কমান।
আরও পড়ুন: তথ্য উপদেষ্টার ওপর বোতল নিক্ষেপের ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ
তবুও ম্যাচে আর গোল না হলে ২-১ ব্যবধানেই জয় নিশ্চিত করে ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ।
এবারের আসরে বাংলাদেশের শুরুটা ছিল কিছুটা ধীরগতির। মালদ্বীপের সঙ্গে ড্র দিয়ে যাত্রা শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় তারা।
আগামী রোববার অনুষ্ঠিতব্য ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে আজকের অপর সেমিফাইনালের জয়ী—ভারত অথবা মালদ্বীপের। আশা জাগাচ্ছে শিরোপার লড়াইয়ে যুবাদের দাপুটে এই পারফরম্যান্স।