রিয়ালের পরবর্তী কোচকে অগ্রিম বার্তা আনচেলত্তির

১১ মে ২০২৫, ০৮:৫৮ AM , আপডেট: ২১ মে ২০২৫, ০৫:৫৫ PM
কার্লো আনচেলত্তি-জাবি আলোনসো

কার্লো আনচেলত্তি-জাবি আলোনসো © সংগৃহীত

কয়েকদিন পরই হয়তো রিয়াল মাদ্রিদ অধ্যায়ে ইতি টানছেন কার্লো আনচেলত্তি। বিপরীতে লস ব্লাঙ্কোস শিবিরের দায়িত্ব নিতে যাচ্ছেন তারই সাবেক শিষ্য জাবি আলোনসো। চাঞ্চল্যকর কোনো কিছু না ঘটলে দৃশ্যপট পাল্টানোর সুযোগ নেই। এজন্যই হয়তো-বা আগেভাগে সাবেক শিষ্যকে বার্তা দিয়ে দিলেন আনচেলত্তি।

রোববার (১১ মে) রাত সোয়া ৮টায় মৌসুমের শেষ এল-ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হবে। সম্ভবত এটিই আনচেলত্তির ক্যারিয়ারের শেষ এল-ক্লাসিকো। এই ম্যাচের ওপরই লস ব্লাঙ্কোসদের শিরোপা ভাগ্য নির্ভর করছে। যদিও এরই মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার কাছে চলতি মৌসুমের দুটি শিরোপা খুইয়েছে তারা। ফলে, আজ যদি কাতালানদের হারাতে পারে তবে তা রিয়ালের জন্য সোনায় সোহাগা হয়ে উঠবে। তেমনটা হলে বিদায়টাও রঙিন আবহেই টানবেন আনচেলত্তি।

এদিকে গেল কয়েক বছর ধরেই আলোচনায় ক্লাবটির সাবেক স্প্যানিশ মিডফিল্ডার আলোনসোর রিয়ালের কোচ হওয়ার গুঞ্জন। আর আনচেলত্তির পর তার কাঁধেই সান্তিয়াগো বার্নাব্যুর দায়িত্ব উঠতে যাচ্ছে, এমনটাই ধারণা ক্রীড়াপ্রেমীদের। গত শুক্রবার বায়ার লেভারকুসেনের দায়িত্ব ছাড়ার ঘোষণার পর সেই সম্ভাবনা আরও বাড়িয়েছেন ৪৩ বছর বয়সী আলোনসো। আগামী জুনের শেষদিকে তার সঙ্গে জার্মান ক্লাবটির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরপরই রিয়ালের আইকনিক সাদা জার্সি গায়ে উঠতে যাচ্ছে তার। 

অন্যদিকে আগামী ২৫ মে শেষবারের মতো রিয়ালের ডাগআউটে দাঁড়াবেন আনচেলত্তি। জানা গেছে, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়েই সান্তিয়াগো বার্নাব্যুর দায়িত্ব ছাড়ছেন তিনি। এর আগে, গতকাল সংবাদ সম্মেলনে আসন্ন কোচের জন্য দুয়ারটা খুলে দেন ইতালিয়ান এই টেকনিশিয়ান।

আনচেলত্তির ভাষ্য, ‘আমি তার (আলোনসোর বায়ার লেভারকুসেন ছাড়ার) ঘোষণা শুনেছি। যেখানে সে অবিশ্বাস্য কাজ করেছে। তার জন্য দরজা খোলা আছে। কারণ, সে প্রমাণ করেছে যে সে বিশ্বসেরাদের মধ্যে একজন।’

ইতালিয়ান এই মাস্টারমাইন্ডের মন্তব্য, ‘এই ক্লাবের সঙ্গে হানিমুন কখনোই শেষ হওয়ার নয়। এটি চলতে থাকবে, রিয়াল মাদ্রিদ অনেকটা (এসি) মিলানের মতো, ক্লাবগুলো আমার হৃদয়ে রয়ে গেছে। যদি কোচ হিসেবে হানিমুনের কথা আপনি জিজ্ঞেস করেন, এর উত্তর আমার জানা নেই, কিন্তু এখানে কাটানো সময় ও সম্পর্কগুলোর জন্য সেটি চলমান থাকবে। যখন চাপ কমে আসে, তখন ভালোবাসা বেড়ে যায়। মাদ্রিদের সঙ্গে আমার হানিমুন আমার জীবনের শেষ দিন পর্যন্ত চলবে।’

বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলের সম্ভাব্য এই কোচ জানান, ‘এ ধরনের ম্যাচে আপনাকে সবকিছুই করতে হবে। আপনাকে ভালো রক্ষণ সামলাতে হবে। কারণ, তারা (বার্সা) এমন এক দল যারা আপনার অর্ধেই রীতিমতো চাপ দিতে চাইবে। আবার যখন আপনি বল পাবেন, তখন তাদের দুর্বলতা কাজে লাগাতে হবে ঠিকঠাক। কারণ, কোনো দলই পারফেক্ট নয়। এখানে অনেক ঝুঁকি আছে। যদি বার্সেলোনা জিতে, তাদের (লা লিগা জয়ের) সম্ভাবনা বেশি। আর আমরা জিতলে লিগ উন্মুক্ত হয়ে যাবে, তখন যেকোনো কিছুই ঘটতে পারে।’

নারী সেজে ফেসবুকে প্রেম, যুবক গ্রেপ্তার
  • ২২ জানুয়ারি ২০২৬
চাঁদপুরের পাঁচ আসনে ৩৫ প্রার্থীর মধ্যে একমাত্র নারী প্রার্থ…
  • ২২ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত পরিবর্তন, মুনাফা পাবেন ৫ ব্যাংক…
  • ২২ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ ইস্যুতে মুখ খুলছে না বিসিবি, কী আছে ভাগ্যে?
  • ২২ জানুয়ারি ২০২৬
মতলবে গ্যাস সিলিন্ডারের সংকট চরমে, দিশেহারা সাধারণ মানুষ
  • ২২ জানুয়ারি ২০২৬
কারিগরি শিক্ষা আধুনিকায়ন করা হবে: তারেক রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬