অতিরিক্ত সময়ের গোলে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৭:০২ PM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৪৭ PM

ভাগ্যের লড়াই টাইব্রেকারেই মীমাংসা হওয়ার শঙ্কা জেগেছিল ম্যাচ। তবে শেষ মুহূর্তে সব অঙ্ক বদলে দেন ইনসান হোসেন। ইনজুরি টাইমে তার গোলেই ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস।
মঙ্গলবার (১৫ এপ্রিল) কিংস অ্যারেনায় দ্বিতীয় কোয়ালিফায়ারে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ২-১ গোলে হারিয়েছে স্বাগতিকরা। এতে পঞ্চমবারের মতো ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করেছে কিংস।
আগামী ২২ এপ্রিল ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ফাইনালে কিংসের প্রতিপক্ষ আবাহনী লিমিটেড। প্রথম কোয়ালিফিয়ারে তাদের কাছেই টাইব্রেকারে ৪–২ গোলে হেরেছিল ভালেরিও তিতার শিষ্যরা।
আগের দুই ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ নেওয়া কিংস এদিন শুরু থেকেই বেশ সাদামাটা ছিল। অন্যদিকে রক্ষণে বেশি মনযোগী ছিল রহমতগঞ্জ।
ম্যাচের অষ্টম মিনিটে বোয়াটেং অফসাইডের ফাঁদ ভেঙে চিপ শটে গোলরক্ষককে পরাস্ত করতে চেয়েছিলেন, তবে দুর্দান্ত এক হেডে কর্নারের বিনিময়ে বল ক্লিয়ার করেন এক ডিফেন্ডার।
কিছুক্ষণ পর হতাশা বাড়ে পুরান ঢাকার দলটির। বক্সের বাইরে থেকে দেখেশুনেই শট নিয়েছিলেন মিশরীয় মিডফিল্ডার মোস্তফা আব্দেলখালেক। তবে প্রত্যাশিত গোল আসেনি। গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের গ্লাভস ছুঁয়ে পোস্ট কাঁপায় বল। শেষমেশ গোলশূন্য ছিল ম্যাচের প্রথমার্ধ।
অবশেষে ম্যাচের ৭৫তম মিনিটে খোলে ম্যাচের ডেডলক। নেওয়াজ জীবনের কাটব্যাক তপু বর্মনের পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে সলোমন কিংয়ের পায়ে চলে যায়। সেখান থেকে নিখুঁত প্লেসিং শটে জালের ঠিকানা খুঁজে নেন গাম্বিয়ান এই ফরোয়ার্ড। এতে ২০২১-২২ মৌসুমের পর ফের ফাইনাল খেলার সম্ভাবনা জাগে রহমতগঞ্জের।
তবে সেই স্বপ্ন বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬ মিনিট পরই কিংসের তাঁবুতে সমতার স্বস্তি ফেরে। সাদউদ্দিনের লম্বা ক্রসে আলতো স্পর্শে লক্ষ্যভেদ করেন রাকিব। গোলকিপার আহসান আহমেদ বিপুর কিছুই করার ছিল না।
ম্যাচের ১১২তম মিনিটে রহমতগঞ্জের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ইনসান। ডান দিক থেকে আসা ক্রসে হেডে জালে জড়িয়ে দেন তিনি। এরপর জার্সি খুলে বুনো উল্লাসের কারণে হলুদ কার্ড দেখেন বদলি নামা এই ডিফেন্ডার।