আর্জেন্টিনার কাছে হেরে চাকরি হারালেন ব্রাজিল কোচ দরিভাল

২৯ মার্চ ২০২৫, ১০:৩১ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM

© সংগৃহীত

কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। গত বুধবার বুয়েনস এইরেসে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে শোচনীয় হার উপহার দেয় ব্রাজিল ফুটবল দল। এরপরই কানাঘুষা শুরু হয়েছিল যে দরিভাল জুনিয়র ছাঁটাই হতে পারেন। দুদিন পর সেই গুঞ্জনই সত্যি হলো।

দরিভালের বরখাস্ত হওয়ার খবরটি ব্রাজিলিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা সিবিএফ এক বিবৃতিতে জানায়, ব্রাজিলিয়ান কনফেডারেশন জানাচ্ছে যে, কোচ দরিভাল জুনিয়র আর ব্রাজিল দলের দায়িত্বে নেই। বোর্ড তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে। এখন থেকে সিবিএফ তার বদলি খুঁজবে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এর আগে কখনোই বিশ্বকাপ বাছাইপর্বে ৪ গোল হজম করেনি। আর্জেন্টিনার মাটিতে সেই লজ্জাটাই পেতে হলো তাদের। এর আগে থেকেই অবশ্য খুব একটা সুবিধাজনক অবস্থায় ছিলেন না দরিভাল জুনিয়র। পারফরম্যান্সের নিম্নমুখী গ্রাফের কারণে ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে ভক্ত, সবার কাছেই নিন্দার পাত্র হয়েছিলেন তিনি। 

২০২২ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর হয়ে সাফল্য পান দরিভাল। ওই সময় কোপা লিবার্তাদোরেস এবং ব্রাজিলিয়ান কাপ জিতেছিলেন তিনি। পরের বছর সাও পাওলোর হয়ে তিনি আবারও এই ট্রফি জিতেন।

দুর্দান্ত সব সাফল্যের পর ২০২৪ সালের জানুয়ারিতে ৬২ বছর বয়সী দরিভাল জুনিয়রকে ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগের পর দরিভাল জাতীয় দলে খুব একটা সুবিধাজনক অবস্থায় ছিলেন না। ১৬ ম্যাচের মধ্যে মাত্র ৭টিতে জয়লাভ করার পর ব্রাজিলের ভক্তদের আস্থা অর্জন করতে ব্যর্থ হন তিনি।

জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে ব্রাজিলের প্রায় ২৭টি ক্লাবে কোচ ছিলেন দরিভাল জুনিয়র। জাতীয় দলের হয়ে তার প্রথম ম্যাচ ছিল ইংল্যান্ডের বিপক্ষে। ওয়েম্বলিতে হওয়া সেই ম্যাচে তিনি জিতেছিলেন ১-০ গোলে। এরপর স্পেনের সঙ্গে ৩-৩ গোলের ড্র দরিভালের জনপ্রিয়তা নিয়ে যায় তুঙ্গে। পরে তার ক্যারিয়ারে সাফল্যের দেখা মিলেছে কমই।  

তার দায়িত্বে ব্রাজিল দল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়, ১৬ বছরে প্রথমবার প্যারাগুয়ের কাছে হারে, ইতিহাসে প্রথমবার হোম অ্যান্ড অ্যাওয়েতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হারে।

ব্রাজিলের কোচ হিসেবে সব মিলিয়ে ১৬ ম্যাচ দায়িত্ব পালন করেছেন দরিভাল, যেখানে ৭ জয় এবং ৭ ড্রয়ের পাশাপাশি ২টি ম্যাচে হেরেছে সেলেসাওরা।

এর আগে ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর ব্রাজিলের কোচের পদ ছাড়েন তিতে। তিনি ছয় বছরের বেশি সময় দায়িত্বে ছিলেন। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রামোন মেনেজেস পাঁচ মাস ও ফার্নান্দো দিনিজ ডাগআউটে ছিলেন ছয় মাস। এরপর দরিভাল ছিলেন ১৪ মাস।

সূত্র : দ্য গার্ডিয়ান

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ৩১ জানুয়ারি ২০২৬
দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল অনার্স শিক্ষার্থীর
  • ৩১ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬