চ্যাম্পিয়নস লিগে নিষিদ্ধ হতে পারেন এমবাপ্পে-ভিনি!

২৮ মার্চ ২০২৫, ০১:১৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র

কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র © সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ‘অশোভন আচরণ’ করার অভিযোগে রিয়াল মাদ্রিদের চার খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে উয়েফা। তাদের মধ্যে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র। তদন্তের জন্য একজন নৈতিকতা ও শৃঙ্খলা পরিদর্শক নিয়োগ করা হয়েছে।

শাস্তির শঙ্কায় থাকা এই চার তারকা যদি নিষিদ্ধ হন, তবে আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে রিয়াল পড়বে বিশাল বিপাকে। তবে কি ইউরোপ সেরার মঞ্চে রিয়ালকে মাঠের বাইরেই হারিয়ে দেবে উয়েফা?

গত ১২ মার্চ, অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে নাটকীয় জয় পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে উদযাপন করতে গিয়ে বিতর্কের জন্ম দেন রিয়ালের চার তারকা। যার মধ্যে অ্যান্টোনিও রুডিগার অ্যাথলেটিকো সমর্থকদের দিকে গলা কাটার ইঙ্গিত করেন, কিলিয়ান এমবাপ্পে জয় উদযাপনের সময় অশোভন অঙ্গভঙ্গি করেন। ভিনিসিয়ুস জুনিয়র ও দানি সেবায়োস – উয়েফার তদন্তের আওতায় থাকলেও তাদের অপরাধ কী, তা এখনো স্পষ্ট নয়।

এক বিবৃতিতে উয়েফা জানায়, ‘১২ মার্চ অ্যাথলেটিকো মাদ্রিদ বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচে অশোভন আচরণের অভিযোগে রিয়ালের চার খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।’

তদন্ত শেষ হলে রিয়ালের চার ফুটবলারের ভাগ্যে নেমে আসতে পারে জরিমানা, সতর্কবার্তা অথবা নিষেধাজ্ঞা যা সবচেয়ে বড় বিপদ হবে রিয়ালের জন্য।

ইউরোপের ফুটবল ইতিহাসে অবশ্য এমন ঘটনা নতুন নয়। ২০২৪ ইউরোতে ইংল্যান্ডের জুড বেলিংহাম একই ধরনের ইঙ্গিতের জন্য €৩০,০০০ জরিমানা ও এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা পেয়েছিলেন। ২০১৯ সালে অ্যাথলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে একই আচরণের কারণে €২০,০০০ জরিমানা দিয়েছিলেন।

এখন প্রশ্ন একটাই – উয়েফা কি এবারও শুধু জরিমানাতেই সীমাবদ্ধ থাকবে, নাকি নিষেধাজ্ঞার কড়াকড়ি হবে?

আর্সেনালের বিপক্ষে ৮ এপ্রিল এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগ ও ১৫ এপ্রিল বার্নাব্যুতে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে। এই দুই ম্যাচে যদি এমবাপ্পে ও ভিনিসিয়ুসের মতো তারকারা অনুপস্থিত থাকেন, তাহলে সেটা হবে রিয়ালের জন্য বিশাল ধাক্কা!

রিয়াল ভক্তদের এখন একটাই প্রশ্ন – উয়েফার সিদ্ধান্ত কি ফুটবলের নিয়ম মানবে, নাকি রাজনীতির ছায়া পড়বে ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায়?

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ৩১ জানুয়ারি ২০২৬
দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল অনার্স শিক্ষার্থীর
  • ৩১ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬