এমবাপ্পের ‘যমজ ভাই’ দেখতে যেমন

কিলিয়ান এমবাপ্পে ও তার মোমের ভাস্কর্য
কিলিয়ান এমবাপ্পে ও তার মোমের ভাস্কর্য  © সৌজন্যেপ্রাপ্ত

প্রথম দেখায় কোনটা আসল কিলিয়ান এমবাপ্পে, বোঝাটা কঠিন। মোমের তৈরি নিজের অবয়ব দেখে আসল এমবাপ্পে (বাঁয়ে) নিজেও যেন বিস্মিত। পরে ফ্রান্সের অ্যাওয়ে জার্সি পরা অন্য এমবাপ্পেকে পরিচয় করিয়ে দেন নিজের ‘যমজ’ বলে। লন্ডনের বিখ্যাত মাদাম তুসো জাদুঘরে দেখা যাবে এমবাপ্পের মোমের তৈরি ভাস্কর্যটি।

রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে বিস্মিত! লন্ডনের বিখ্যাত মাদাম তুসোর জাদুঘরে তার মোমের মূর্তিটি দেখে একেবারেই মুগ্ধ এই ফুটবল তারকা। শুধু মুগ্ধই নন নিজেই বললেন, ‘অসাধারণ! দেখতে বেশ সুদর্শন লাগছে!’ 

ইস্টারের সময় থেকে লন্ডনের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র মাদাম তুসোর জাদুঘরে প্রদর্শিত হবে এমবাপ্পের এই মূর্তি। সম্প্রতি প্রথমবারের মতো নিজ মূর্তি পরিদর্শনে লন্ডনে যান তিনি। মূর্তিটি দেখার পরই তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া,  ‘ওহ ওয়াও! নতুন (ফ্রান্সের) জার্সি, নতুন বুট! এ তো একেবারেই আমি! দারুণ কাজ হয়েছে। অসাধারণ! তোমরা সব কিছু নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে।হ্যাঁ, এটাই আমি!’ 

২০১৮ বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডের ইতোমধ্যেই প্যারিসের গ্রেভিন মিউজিয়ামে একটি মোমের মূর্তি রয়েছে। তবে এবার লন্ডনের মাদাম তুসোরে জায়গা পাওয়া বিশেষ সম্মানের বলেই মনে করছেন তিনি। 

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়াচ্ছেন রোহিত? ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়াচ্ছেন রোহিত? 
‘এটা আমার জন্য বড় একটা অর্জন। মাদাম তুসোর পরিবারের অংশ হতে পারা গর্বের ব্যাপার। আমি সত্যিই খুশি এবং আরও বেশি আনন্দিত যখন নিজ চোখে এমন নিখুঁত প্রতিচ্ছবি দেখি। এটা সত্যিই অসাধারণ! আমি খুব গর্বিত। আজ আমার জন্য বড় একটা দিন,’ বললেন ২৬ বছর বয়সী এই তারকা। 

গত গ্রীষ্মে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এমবাপ্পে লন্ডনের প্রতি বরাবরই মুগ্ধ।  ‘আমি শহরটা খুব ভালোবাসি। এখানকার রেস্তোরাঁগুলোতে যাই, দেশের সংস্কৃতি অনুভব করি। নিঃসন্দেহে লন্ডন বিশ্বের অন্যতম সেরা শহর,’ বললেন এই ফরাসি সুপারস্টার। 

এখন অপেক্ষা, ইস্টারে মাদাম তুসোর জাদুঘরে এমবাপ্পের মূর্তি দেখার জন্য দর্শকদের উপচে পড়া ভিড়ের!


সর্বশেষ সংবাদ