প্রথমার্ধেই ব্রাজিলের জালে আর্জেন্টিনার ৩ গোল

২৬ মার্চ ২০২৫, ০৭:৩০ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৯ PM
গোল দেওয়ার পর আর্জেন্টিনা

গোল দেওয়ার পর আর্জেন্টিনা © সংগৃহীত

ব্রাজিল-আর্জেন্টিনা! ফুটবল ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সাউথ আমেরিকার এই দুই দলের খেলা নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে আলাদা উন্মাদনা। বুধবার (২৬ মার্চ) স্থানীয় সময় সকাল ৬টায় শুরু হয় খেলা।

ম্যাচের মাত্র ৪ মিনিট। অসাধারণ এক গোলে আর্জেন্টিনাকে লিড এনে দেন হুলিয়ান আলভারেজ। এরপর দ্বিতীয় গোলটি করেন এনজো ফার্নান্দেজ। শুরুর এমন ধাক্কা কাটিয়ে ওঠার আগেই দ্বিতীয় গোল হজম করে ব্রাজিল। নিজেদের সীমানা থেকে ছোট ছোট পাসে আক্রমণে উঠে নাহুয়েল মোলিনা ডান দিক থেকে ব্রাজিলের বক্সে পাস বাড়ান, মাঝপথে প্রতিপক্ষের একজনের পায়ে লেগে আসা বল ছয় গজ বক্সে পেয়ে জালে ঠেলে দিতে ভুল করেননি চেলসি মিডফিল্ডার এনসো ফের্নান্দেস।

শুরু থেকে বল দখলেও অনেক পিছিয়ে থাকা ব্রাজিল ২৬তম মিনিটে গোলের জন্য প্রথম শট নিয়েই সাফল্য পায়। গোলটির পেছনে অবশ্য পুরো দায় ক্রিস্তিয়ান রোমেরোর। ডি-বক্সের বাইরে বল অনেক্ষণ পায়ে রাখেন তিনি, সেই সুযোগে ছুটে গিয়ে তার থেকে বল কেড়ে নিয়ে নিচু শটে গোলটি করেন উলভসের ফরোয়ার্ড কুইয়া।

৩৬তম মিনিটে আবার দুই গোলে এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। তবে এই যাত্রায় আলমাদার জোরাল শট অসাধারণ নৈপুণ্যে ঝাঁপিয়ে আটকান গোলরক্ষক বেন্তো।

যদিও পরের মিনিটেই স্কোরলাইন ৩-১ করে স্বাগতিকরা। এনসো ফের্নান্দেসের দারুণ ক্রস বক্সে পেয়ে চমৎকার ভলিতে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন মাক আলিস্তের।

ট্যাগ: ফুটবল
চবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ আজ
  • ০৭ জানুয়ারি ২০২৬
ভারতে খেলবে না বাংলাদেশ, যেসব পদক্ষেপ নিতে পারে আইসিসি
  • ০৭ জানুয়ারি ২০২৬
৫ ঘন্টা পর ফের ভোট গণনা শুরু, যে প্রক্রিয়ায় হবে গণনা
  • ০৭ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীল…
  • ০৭ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের নিরাপত্তা টিমে আরও তিন সাবেক সেনাকর্মকর্তা 
  • ০৬ জানুয়ারি ২০২৬
সেরা চারে থাকতে যে ছক কষছে ঢাকা
  • ০৬ জানুয়ারি ২০২৬