যুক্তরাষ্ট্রের সিইই প্রোগ্রামে আবেদনের সুযোগ বাংলাদেশীদের

যুক্তরাষ্ট্রের সিইই প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষার্থী
যুক্তরাষ্ট্রের সিইই প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষার্থী  © যুক্তরাষ্ট্র দূতাবাস

বাংলাদেশীদের জন্য সিইই প্রোগ্রামে আবেদনের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে শুরু হওয়া এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২ জুলাই পর্যন্ত। বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, ২০২৫ সালের কমিউনিটি এনগেইজমেন্ট এক্সচেঞ্জ (সিইই) প্রোগ্রামে আবেদনের সময় এখনও আছে। এর মাধ্যমে পৃথিবীতে পরিবর্তন আনা তরুণ অ্যাক্টিভিস্ট, উদ্ভাবক এবং নেতাদের বৈশ্বিক নেটওয়ার্কে যোগ দেওয়ার আহবান জানানো হয়েছে।

আরো পড়ুন: টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর করুন পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে

কমিউনিটি এনগেইজমেন্ট এক্সচেঞ্জ (সিইই) প্রোগ্রামের প্রাক্তন শিক্ষার্থী চৌ মং মারমা বলেন, ‘যুক্তরাষ্ট্রে সিইই প্রোগ্রামে আমার তিন মাসের অভিজ্ঞতা বর্ণনার চেয়েও বেশি বিস্ময়কর ছিল। প্রাণবন্ত নিউইয়র্ক শহরের মর্যাদাপূর্ণ একটি সংস্থায় উল্লেখযোগ্য প্রকল্পে কাজ করার জন্য আবেদন করা থেকে শুরু করে, প্রতিটি পদক্ষেপ আমার যাত্রাকে সমৃদ্ধ করেছে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence