যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ মাধ্যমিক শিক্ষকদের, লাগবে না টাকা

০২ মার্চ ২০২৩, ০৯:৩২ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পাচ্ছেন মাধ্যমিক শিক্ষকরা

যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পাচ্ছেন মাধ্যমিক শিক্ষকরা © ফাইল ছবি

বিনা খরচে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পাবেন দেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। ফুলব্রাইট টিচিং এক্সিলেন্স অ্যান্ড অ্যাচিভমেন্ট প্রোগ্রামের আওতায় তারা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন। এ জন্য দরখাস্ত আহ্বান করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এ প্রোগ্রামের আওতায় দেশের মাধ্যমিক স্তরের শিক্ষকরা ২০২৪ সালের জানুয়ারি অথবা সেপ্টেম্বরে বিনা খরচে ছয় সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পাবেন।

যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে। ইংরেজি, ইংরেজি ভাষা, গণিত, বিজ্ঞান, সামাজিক শিক্ষা বিষয়ের শিক্ষকরা এ সুযোগ পাবেন। জানা গেছে, যুক্তরাষ্ট্রে শিক্ষা বিষয়ক সেমিনারে যোগদানের সুযোগ পাবেন শিক্ষকরা। পাশাপাশি দেশটির স্কুলের শ্রেণিকক্ষের পরিবেশ, সংস্কৃতি, পাঠদান, শিক্ষা পদ্ধতি বিষয়ে জানবেন তারা।

শিক্ষকরা অন্তত ৪০ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মাধ্যমিক স্কুলের শিক্ষকের অধীনে বিভিন্ন বিষয় দেখবেন। এ ছাড়া জানবেন ও শিখবেন তারা। এটি শিক্ষকতার পেশায় কাজে আসবে। এ প্রোগ্রামের কোনও সনদ দেওয়া হবে না।

আবেদন: আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অবশ্যই বিষয়গুলোর স্থায়ী শিক্ষক হতে হবে। পাশাপাশি শিক্ষকতায় অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ বছর। স্নাতকোত্তর স্তরের কোর্সওয়ার্ক সম্পন্ন করতে ইংরেজি ভাষায় মৌখিক ও লেখায় ভালো দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলে দক্ষ হতে হবে।

আগামী ১০ এপ্রিল পর্যন্ত ওয়েবসাইটে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

দেশের কোনো জেলায় মেডিকেল কলেজবিহীন থাকবে না : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
সাবেক উপদেষ্টা মাহফুজের ভাই শাপলা কলি, ধানের শীষে গণসংযোগে …
  • ২৩ জানুয়ারি ২০২৬
ধানের শীষ জয়ী হলে দেশে গণতন্ত্র জয়ী হয় : মঈন খান
  • ২৩ জানুয়ারি ২০২৬
সরস্বতী পূজায় ৪০ মন্ডপে জবি ছাত্রদলের উপহার প্রদান
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবির বি ও সি ইউনিটে শততম নুহা—জাবি ও শাবিতে পজিশন ৫০-এর নি…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ফিক্সিং অভিযোগে পদ ছাড়লেন বিসিবি পরিচালক
  • ২৩ জানুয়ারি ২০২৬