‘হয়তো এটাই শেষ দেখা’ আর্মি স্টেডিয়ামের মঞ্চে সুমন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ মার্চ ২০২০, ১০:৫৬ AM , আপডেট: ০৮ মার্চ ২০২০, ১০:৫৬ AM
রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠানরত জয় বাংলা কনসার্টের লাইন আপে নাম না থাকার পরও মঞ্চে দেখা গেছে বেসবাবা সুমনকে। শনিবার (৭ মার্চ) দুপুর ১টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে গানের এই উৎসব। এ সময় রাত ১১টার বেশ কিছু সময় পর মঞ্চে ওঠেন ব্যান্ডদল ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস। তখন দলটির দলনেতা ফুয়াদ মঞ্চে ডেকে নেন ক্যান্সারে আক্রান্ত বেসবাবা সুমনকে। আমন্ত্রণে লাঠিতে ভর দিয়ে মঞ্চে উঠে আসেন সুমন। তাকে করতালি দিয়ে স্বাগত জানান উপস্থিত হাজারও শ্রোতা-দর্শক।
সুমন মঞ্চে উঠে বলেন, ‘সবাই ভালো? আমার শারীরিক অবস্থা ভালো না। লোয়াল স্পাইনে একটা সমস্যা আছে। যেটার অপারেশন করতে অনেকেই রাজি হয়নি। তারা বলেছে, আমার কোমর থেকে পা পর্যন্ত প্যারালাইসিস হয়ে যাওয়ার ৭০ ভাগ আশঙ্কা আছে। অবশেষে আগামী ১৮ তারিখ আমি অপারেশনটা করতে জার্মান যাচ্ছি। যদি সুস্থ হয়ে ফিরি আবার নিয়মিত স্টেজে দেখা হবে।’
এরপর মঞ্চে ‘মুখটা তুলে আকাশটাতে দেখ আরেকবার’ ও ‘গাইবো না আর কোনো গান তোমায় ছাড়া’ গান পরিবেশন করেন বেসবাবা সুমন। তিনি ফুয়াদকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘১৮ তারিখের আগে আমার অর্থহীনের হয়ে স্টেজে ওঠা সম্ভাব ছিল না। কিন্তু ফুয়াদ যখন আমাকে বললো আমি দুই একটা গান করতে পারবো কি-না, বললাম অবশ্যই। কারণ আমার শেষ স্টেজে ওঠা হয়তো এটাই। যদি আর উঠতে না পারি। সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন।’
এবারে কনসার্ট মাতিয়েছেন মিনার ও অ্যাভয়েড রাফার একক পরিবেশনার সঙ্গে জনপ্রিয় ৯টি ব্যান্ডদল। ষষ্ঠতম আয়োজনে স্বাধীন বাংলা বেতারে প্রচারিত স্বাধীনতার গান গেয়ে মঞ্চ মাতিয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ড দলগুলো। সেই সঙ্গে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধভিত্তিক গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ছিলো কনসার্টে। ৭ মার্চের এবারের আয়োজনে ছিলো আরও বেশ কিছু ভিন্নমাত্রা ও চমক। কনসার্টে দুপুরে অংশ নিয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ড দল এফ মাইনর ব্যান্ড, মিনার রহমান, এভোয়েড রাফা, শূন্য, ভাইকিংস, লালন, আরবোভাইরাস। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠে ঘোষণা ৭ মার্চের ভাষণ। সন্ধ্যার পর মঞ্চ মাতাতে থাকছে ক্রিপটিক ফেইট, নেমেসিস, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ড এবং চিরকুট। এরই মাঝে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে হলোগ্রাফিক প্রজেকশন।