ইমরান-ওয়াসিমদের পাশে মাশরাফী

০১ মার্চ ২০২০, ০৯:২৩ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ ওয়ানডে দলপতি মাশরাফী বিন মর্তুজার সামনে বিশ্বকাপ থেকেই ইতিহাস গড়ার হাতছানি ছিল। কিন্তু বিশ্বকাপের আট ম্যাচে মাত্র ১ উইকেট নেওয়ায় অপেক্ষা বাড়ছিল তার। অবশেষে প্রতিক্ষার অবসান হলো জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে বিশ্বের পঞ্চম অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন টাইগার দলপতি।

এর আগে এই রেকর্ডে নাম ছিল পাকিস্তানের ইমরান খান ও ওয়াসিম আকরাম, দক্ষিণ আফ্রিকার শন পোলক এবং ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের।

আজ রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের শেষ উইকেটটি নিয়ে ইতিহাসের অংশ হয়ে যান মাশরাফি। টিনোটেন্ডা মুটমবোডজিকে মোহাম্মদ সাইফউদ্দিনের ক্যাচ বানিয়ে পান ম্যাচে নিজের দ্বিতীয় উইকেট। এতেই পূর্ণ হয়ে যায় অধিনায়ক হিসেবে মাশরাফির ১০০ উইকেটের মাইলফলক।

এ ম্যাচের প্রথম ইনিংসের শুরুতেই রেকর্ডের অভাস পাওয়া গিয়েছিল। লিটন দাসের ঝকঝকে সেঞ্চুরি (১০৫ বলে ১২৬*), মোহাম্মদ মিঠুনের হাফসেঞ্চুরি (৪১ বলে ৫০) আর মোহাম্মদ সাইফউদ্দিনের ঝড়ো ক্যামিওতে (১৫ বলে ২৮*) বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩২১ রান। যা কি না ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড।

ব্যাটসম্যানরা নিজেদের কাজটা করে বল ঠেলে দেয় বোলারদের কোর্টে। ব্যাটিংয়ের ঝড়ো ইনিংসের রেশটা বল হাতেও চলমান রাখেন সাইফউদ্দিন। নতুন বলে পাঁচ ওভারের স্পেলে মাত্র ৬ রান খরচায় নেন ২ উইকেট। যা এনে দেয় উড়ন্ত সূচনা। সেটি ধরে জিম্বাবুয়েকে মাত্র ১৫২ রানে অলআউট করতে কোনো ভুল করেননি মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমানরা। বাংলাদেশ জয় পায় ১৬৯ রানে।

আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাজেশনের নামে ভাইবার আগে টাকা আদায়ের অভিযোগ
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য য…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ৩০ জানুয়ারি ২০২৬
রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন 
  • ৩০ জানুয়ারি ২০২৬