ত্রিদেশীয় সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে

০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫৪ PM

© সংগৃহীত

বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট চলমান রয়েছে। এ টেস্ট জয়-হার নির্ধারণ হওয়ার আগেই ঢাকায় পৌঁছে গেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসেছেন তারা। জিম্বাবুয়ে দলের নেতৃত্বে রয়েছেন হ্যামিল্টন মাসাকাদজা। সোমবার রাতে রাজধানীতে পা রাখেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাসাকাদজা জানান, এ সফরে দলটি ভালো কিছু করবে বলে বিশ্বাস তার। সফরকারী অধিনায়ক বলেন, আমরা ভালো প্রস্তুতি নিয়ে এসেছি। আমাদের ছেলেরা কঠোর পরিশ্রম করেছেন। আশা করছি, দারুণ কিছু অপেক্ষা করছে।

সোম ও মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে জিম্বাবুয়ে। এরপর ১১ সেপ্টেম্বর বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। আগামী ১৩ সেপ্টেম্বর টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবেন জিম্বাবুইয়ানরা। অপর দল হিসেবে খেলবেন আফগানিস্তান।

এ সিরিজ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটকে বিদায় জানাবেন ৩৬ বছর বয়সী মাসাকাদজা। ইতি টানবেন প্রায় দেড় যুগের ক্যারিয়ারে। ইতিমধ্যে অভিজ্ঞ এ ক্রিকেটারকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডএনসি)।

জিম্বাবুয়ে ক্রিকেট দলঃ

হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রেজিস চাকাবা, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, নেভিল মাদজিভা, তিনোতেন্দা, মুতোম্বোদজি, টনি মুনিয়োঙ্গা, কাইল জারভিস, টেন্ডাই চাতারা, ক্রিস্টোফার এমপোফু, ক্রেইগ অরভিন, ব্রেন্ডন টেইলর, এইনসলে এন্দলোভু, টিমাইসেন মারুমা ও রায়ান বার্ল।

আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ
  • ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬