এইচএসসি: সংশয়ে বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা

০৮ অক্টোবর ২০২০, ১১:১৩ AM
এইচএসসি পরীক্ষার্থীরা

এইচএসসি পরীক্ষার্থীরা © ফাইল ফটো

করোনার প্রাদুর্ভাবের কারণে বাতিল হয়ে গেল স্থগিত থাকা চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষার্থীদের বিগত জেএসসি ও এসএসসির পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে আগামী ডিসেম্বরেই দেয়া হবে এইচএসএসির রেজাল্ট।

তবে ভিন্ন পদ্ধতিতে এই পরীক্ষার মূল্যায়নের ফলে শিক্ষার্থীদের পূর্বের রেজাল্টের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার মূল্যায়ন করলে এক্ষেত্রে অনেক শিক্ষার্থীদের আগের রেজাল্টের ভিত্তিতে ভালো নাও হতে পারে। এক্ষেত্রে বেশ সংশয়ে রয়েছে অনেক শিক্ষার্থী। কেননা, উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে শিক্ষার্থীদের স্কলারশিপ দরকার হয়, যা ভালো রেজাল্টের ওপর অকেটা নির্ভর করে।

এদিকে, এসএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফল মূল্যায়ন করে এইচএসসির ফলাফল দেয়ার সরকারি সিদ্ধান্তে শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হবেন বলে মনে করেন কোনো কোনো শিক্ষাবিদ। যদিও তারা মানছেন যে, করোনা পরিস্থিতে এ ছাড়া আর কোনো উপায় ছিল না। সেক্ষেত্রে উচ্চ শিক্ষায় ভর্তির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ তাদের।

এর আগে বুধবার শিক্ষামন্ত্রী ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, চলমান করোনা পরিস্থিতির কারনে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের বিগত জেএসসি ও এসএসসির পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে চলতি বছরের ডিসেম্বরেই এইচএসসির রেজাল্ট দেয়া হবে।

যুক্তরাজ্যে শিক্ষার্থী ভর্তি নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলী নেওয়াজ বলেন, পরীক্ষার পর স্বীকৃত একটি সার্টিফিকেট পাবে শিক্ষার্থীরা। যেটা সব দেশের বিশ্ববিদ্যালয়ের চাহিদা থাকে। সরকার যদি সেটা দেয় তাতে সমস্যা হওয়ার কথা না। তবে মূল্যায়নের ভিত্তিতে ফলাফল নিয়ে সমস্যা হতে পারে স্কলারশিপ পেতে। এখন এরকম ঘটনা তো প্রথমবার, তাই নিশ্চিত করে বলা খুব মুশকিল।

সোহেল আহমেদ নামের এক পরীক্ষার্থী বলেন, খুব ইচ্ছা ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়া। রেজাল্ট ভালো হলে পাওয়া যায় স্কলারশিপ। সেই আশায় বসেছিলাম। কিন্তু মূল্যায়নের ভিত্তিতে পরীক্ষা ছাড়াই ফল ঘোষণা করার সিদ্ধান্তে বিদেশে উচ্চশিক্ষা করার বিষয়টি নিয়ে বেশ চিন্তায় পড়েছি। তার প্রশ্ন, মূল্যায়নের ভিত্তিতে দেওয়া ফল বিদেশের বিশ্ববিদ্যালয়গুলো গ্রহণ করবে তো?

এদিকে, ফল মূল্যায়নের এ সিদ্ধান্তে বেশ উদ্বিগ্ন শিক্ষার্থীর অভিভাবকরাও। আজিম আহমেদ নামে এক অভিভাবক বলেন, বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন অনেকেরই থাকে। কারও পক্ষে সম্ভব হয় আবার অনেকেরই সামর্থ্য থাকে না। যাদের সামর্থ্য নেই তাদের নির্ভর করতে হয় স্কলারশিপের ওপর। ভালো রেজাল্ট না হলে স্কলারশিপ পাওয়া যায় না। মূল্যায়নের ভিত্তিতে ভালো ফলাফল হলে, আর পরীক্ষা দিয়ে ভালো ফল করার মাপকাঠি কি এক হবে?

নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের
  • ৩০ জানুয়ারি ২০২৬
৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেই ‘দুখিনী মা’য়ের সম্মানে সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করবে জ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপে উচ্চশিক্ষার সুযোগ…
  • ৩০ জানুয়ারি ২০২৬