ইউএস টপ চার্টে হাওয়া, চারদিনে আয় ২ লাখ ১৩ হাজার ডলার

০৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৬ PM
নাজিফা তুষি ও ‘হাওয়া’র পোস্টার

নাজিফা তুষি ও ‘হাওয়া’র পোস্টার © সংগৃহীত

ইউএস টপ চার্টে জায়গা করে নিলো আলোচিত সিনেমা ‘হাওয়া’। যা বাংলাদেশের সিনেমা হিসেবে এবারই প্রথম। এমনটাই জানিয়েছেন সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রধান অলি-উল্লাহ সজীব। প্রথম ৪ দিনে ‘হাওয়া’র গ্রস বক্স অফিস কালেকশন ২ লাখ ১৩ হাজার ৪৬১ ডলার।

বুধবার (০৭ সেপ্টেম্বর) সামাজিক-মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ দাবি করেন তিনি। অলি-উল্লাহ সজীব জানান, মুক্তির পর প্রথম চার দিনের আয়ে ‘হাওয়া’ এই মুহূর্তে ইউএস টপ চার্টে ২৭ নম্বরে অবস্থান করছে।

তিনি লেখেন, ‘ব্যবসার শক্তি দিয়ে আমাদের সিনেমা পৃথিবীর এক নম্বর টপ চার্টে ঢুকে পড়েছে! তাও আবার টপ ৩০-এ! খুবই অবিশ্বাস্য লাগছে, তাই না? আমারও বেশ সময় লেগেছে বিশ্বাস করতে। কিন্তু, এ ঘটনাটি ঘটে গেছে। বাংলাদেশের একটি সিনেমা এ ঘটনাটি ঘটিয়ে ফেলেছে। ’

আরও পড়ুন: মুশফিকুর রহিম তার জায়গায় ওয়ান অ্যান্ড অনলি: আসিফ

কত আয় করে হাওয়া সিনেমা এ অভূতপূর্ব ঘটনার জন্ম দিয়েছে, তা জানাতে সজীব লেখেন, ‘প্রথম চার দিনে (‘লেবার ডে’ লং উইকেন্ডে), হাওয়া এর গ্রস বক্স অফিস কালেকশন ২,১৩,৪৬১ ডলার, কানাডা গ্রস ৮৬,৩১২ ডলার, আমেরিকা গ্রস, ১,২৭,১৪৯ ডলার। সিনেমাটি এখন পর্যন্ত দেখেছেন ২৫ হাজার ৪৪৪ জন। কানাডায় দেখেছেন ৯ হাজার ৯৩০ জন, আমেরিকায় দেখেছেন ১৫ হাজার ৫১৪ জন। ’

সজীব জানান, বাংলাদেশি সিনেমা বিবেচনায় এ সংখ্যা অনেক বড়। তিনি উত্তর আমেরিকার বক্স অফিসে এতদিন পর্যন্ত সর্বোচ্চ আয় করা বাংলাদেশি সিনেমা ‘দেবী’র আয়ের সঙ্গে ‘হাওয়া’ সিনেমার আয় মিলিয়ে তুলনামূলক একটি পরিসংখ্যান দিয়েছেন।

সজীব লেখেন, ‘‘২০১৮ সালে মুক্তি পাওয়া ‘দেবী’ সিনেমার লাইফটাইম গ্রস বক্স অফিস আয় ছিল ১,২৫,৪১৪ ডলার। ‘দেবী’ সিনেমার সম্পূর্ণ আয় হাওয়া মাত্র তিন দিনেই অতিক্রম করে গেছে। ‘হাওয়া’ সিনেমার তিন দিনের আয় ১,৫৯,৭৫২ ডলার। ’’অনেকগুলো থিয়েটারেই হাওয়া সিনেমা দ্বিতীয় সপ্তাহেও চলবে বলে জানান সজীব। কিন্তু আমেরিকার একটা নতুন থিয়েটারও হাওয়া সিনেমার জন্য যোগ করা যায়নি।  

এর কারণ হিসেবে সজীব লেখেন, ‘আগামী সপ্তাহে আন্তর্জাতিক সিনেমার কোটা থিয়েটারগুলো পূরণ করবে ব্রহ্মাস্ত্র (বলিউড) দিয়ে, যেটা আগে থেকেই ফিক্সড। ’

ঢাবির কবি জসীম উদ্‌দীন হলে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ও …
  • ১৪ জানুয়ারি ২০২৬
‘খারাপ খেললে তো টাকা ফেরত দেয় না, ক্ষতি পূরণ কেন’
  • ১৪ জানুয়ারি ২০২৬
ফ্যামিলি কার্ডকে শিশু ভুলানো জিনিস আখ্যা শিবির সভাপতি
  • ১৪ জানুয়ারি ২০২৬
রাফসানের বিয়ের দিন আলোচনায় সাবেক স্ত্রী এশার পোস্ট
  • ১৪ জানুয়ারি ২০২৬
বিএনপিতে থেকে এসএ সিদ্দিক সাজুকে বহিষ্কার 
  • ১৪ জানুয়ারি ২০২৬
‘এবার না হলেও পরের মৌসুমে চ্যাম্পিয়ন হবে নোয়াখালী’
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9