সালমান শাহ’র মৃত্যু দিনে, মুস্তাফিজের জন্ম-মাশরাফির বিয়ে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০১:২৪ PM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৩ PM
আজ ৬ সেপ্টেম্বর। দিনটি বিশেষ কারণেই বিশেষ হয়ে আছে বাঙালীর মন ও ক্যালেন্ডারের পাতায়। দেশের মানুষের কাছে ভীষণভাবে জনপ্রিয় তিন ব্যক্তিত্বের জন্ম, মৃত্যু ও পরিণয় দিবস আজ।
আজ একই সাথে বাংলাদেশ ক্রিকেটের কাটার মাস্টার ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের ২৭তম জন্মদিন, সফল ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা-সুমনা হক সুমি দম্পতির ১৬তম বার্ষিকী ও ঢালিউডের ফ্যাশন আইকন, স্বপ্নের নায়ক সালমান শাহ’র ২৬তম মৃত্যুবার্ষিকী। যেন একই সাথে আনন্দ ও মন খারাপের দিন।
মুাস্তাফিজুর রহমানের জন্ম সাতক্ষীরায় ৬ সেপ্টেম্বর ১৯৯৫ সালে। ২০১৫ সালে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নেন তিনি। খুব অল্প সময়ে বাংলাদেশ ক্রিকেট দলে খ্যাতি অর্জন করেন এবং বিশ্বে একজন বাঁহাতি বোলার হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য হিসেবে দলে তিনি বাহাতি মিডিয়াম বোলিং করে থাকেন। বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে মুস্তাফিজুর রহমান তার প্রথম দুই ম্যাচে এগারোটি উইকেট লাভ করেন।
এদিকে সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সুমনা হক সুমি ২০০৬ সালের ৬ সেপ্টম্বর পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে দুই সন্তানের জনক-জননী তারা। স্ত্রী ও সন্তানদের নিয়ে সুখের সংসার তাদের। মাশরাফি-সুমি দম্পতির যুগলবন্দী জীবন অনিন্দ্য-সুন্দর, অনুকরণীয়। ভক্তদের মতে, দুজনেই আদর্শ চরিত্রের অধিকারী, পরোপকারী ও সুন্দর মনের অধিকারী। হুমায়রা-সাহেলের মতো ফুটফুটে দুটি সন্তানকে নিয়ে এখন তাদের সুখের সংসার।
আবার ১৯৯৬ সালের আজকেরই এই দিনেই দেশ হারিয়েছে বাংলা চলচ্চিত্র জগতের রাজপুত্র সালমান শাহকে। মৃত্যুর দুই যুগ পেরিয়েও যার আকাশচুম্বী জনপ্রিয়তা এবং আবেদন। এখনও টিভির পর্দায় তার সিনেমা প্রচার হলে দর্শক আগ্রহ নিয়ে দেখেন।
ক্ষণজন্মা এই নায়ক রেখে গেছেন ২৭টি চলচ্চিত্র এবং অগণিত ভক্ত। সেই ভক্তের সংখ্যা চক্রবৃদ্ধি হারে শুধু বাড়ছেই দিনে দিনে। রুপালি পর্দায় অভিষেকের পর খুব শিগগিরই সালমান শাহ হয়ে উঠেছিলেন কোটি তরুণ-তরুণীর স্বপ্নের নায়ক। শুরুতেই বিশাল সাফল্য দিয়ে তিনি প্রাণসঞ্চার করে গেছেন মৃতপ্রায় চলচ্চিত্রে।
চলচ্চিত্রে অভিষেকের আগের বছর অর্থাৎ ১৯৯২ সালের ১২ আগস্ট তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন সালমান শাহ। সামিরা ছিলেন বিউটি পার্লার ব্যবসায়ী। তিনি সালমান শাহর দুটি চলচ্চিত্রে তার পোশাক পরিকল্পনাকারী হিসেবেও কাজ করেন। কিন্তু দাম্পত্য জীবনের পাঁচ বছরের মাথায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর হঠাৎই সালমান শাহর মৃত্যু খবরে হতভম্ব হয়ে পড়ে সারাদেশ।