এক মঞ্চে শাকিব ও সাকিব

দুই জগতের দুই তারকা এক মঞ্চে
দুই জগতের দুই তারকা এক মঞ্চে   © সংগৃহীত

শাকিব খান ও সাকিব আল হাসান। দুই জগতের দুই তারকা। একজন সিনেমার রাজাসনে বসে আছেন, অন্যজন বাইশ গজে নিজেকে সেরা হিসেবে মেলে ধরেছেন। এবার চেনা অঙ্গনের বাইরে একই মঞ্চে দর্শক মাতালেন শাকিব ও সাকিব।

তাদের নিয়ে শো টাইম মিউজিক আয়োজন করে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান’। গতকাল শুক্রবার (২৯ জুলাই) স্থানীয় সময় রাত ৮টায় নিউইয়র্কে ‘ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায়’ এটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আয়োজক আলমগীর খান আলম বলেন, সাকিব আল হাসান এবং শাকিব খান দুজনই বাংলাদেশের গর্ব। দুজনই নিজেদের অঙ্গনের সবচেয়ে বড় তারকা। যুক্তরাষ্ট্রেও তাদের অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষী রয়েছে। তাদের কথা মাথায় রেখেই আমাদের এ আয়োজন।

এর আগেও সিনেমা এবং ক্রিকেট অঙ্গনের এই দুই তারকাকে একাধিক টিভি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হতে দেখা গেছে। সেসব অনুষ্ঠানে তারা জানিয়েছেন নিজেদের জীবনের জানা-অজানা নানা ঘটনা। তবে এবারই প্রথম দর্শকদের সামনে একসঙ্গে মঞ্চে উঠলেন শাকিব ও সাকিব।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের আগে ছুটি নিয়ে অবসর কাটাচ্ছেন সাকিব। দেশে সম্প্রতি করেছেন একটি মুঠোফোন অপারেটরের বিজ্ঞাপন। সেটি সেরেই যুক্তরাষ্ট্রে উড়াল দেন এ তারকা। 

অন্যদিকে, গত নভেম্বর থেকে দেশটিতে আছেন শাকিব খান। নিজের প্রযোজিত ‘রাজকুমার’ ছবির কাজ শেষ করে দেশে ফেরার কথা রয়েছে তার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence