সানা খান © ফাইল ছবি
অভিনয় জগত থেকে চিরবিদায় নিয়েছেন সানা খান। ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে ইসলাম নির্দেশিত ধর্মীয় জীবনের পথ বেছে নিয়েছেন এই প্রাক্তন অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করেছেন সানা। সেখানে তিনি প্রকাশ করেছেন, কেন অর্থ, যশ-খ্যাতি ছেড়ে দিয়ে শোবিজ ইন্ডাস্ট্রিকে বিদায় জানিয়েছেন তিনি।
সানা সাক্ষাৎকারে বলেন, “আমি স্বপ্নে নিজেকে কবরে জ্বলতে দেখতাম। এই স্বপ্ন আমার কাছে মনে হয়েছিল কোনো বিশেষ বার্তা।” তারপরই সব ছেড়ে ধর্মের পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন সানা। পরের দিন ছিল তার জন্মদিন।
সানার কথায়, “আমার বাড়িতে একাধিক স্কার্ফ ছিল; ওই দিনের পর যে আমি হিজাব পরলাম প্রতিজ্ঞা করলাম আর কখনও তা ছাড়ব না।”
আরও পড়ুন: শাবিপ্রবি ছাত্র হত্যা: প্রেমিকাকে নিয়ে ‘ডেড স্পটে’ পুলিশ
২০২০ সালের অক্টোবর মাসে সবাইকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন সানা খান। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, ইসলামের কাছে সমর্পন করতে চান নিজেকে। তাই অভিনয় জীবন থেকে সরে আসছেন।
এরপর এক মাসের মধ্যে গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনাসের সঙ্গে নিকাহ সারেন তিনি। উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে আনাস সাইয়েদের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সালমান খানের এককালের সহ-অভিনেত্রী। বিয়ের পরেই নিজের নামে বদল এনে রাখেন সাইয়েদ সানা খান। এবছর তিনি জীবনের প্রথম হজ পালন করেছেন স্বামীর সঙ্গে।
তামিল, তেলেগু, কন্নড়া ও মালয়ালাম ভাষায় একাধিক ছবিতে অভিনয় করেছিলেন সানা খান। ২০১২ সালে রিয়ালিটি শো 'বিগ বস'-এ অংশগ্রহণ করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। সালমান খানের 'জয় হো', 'ওয়াজা তুম হো', 'স্পেশ্যাল অপস' ছবিতেও কাজ করেছেন তিনি। আপাতত স্বামীকে নিয়ে সুখেই করছেন এই প্রাক্তন বলিউড অভিনেত্রী।