শ্রাবণ শাহ © ফাইল ছবি
সম্প্রতি ‘পেপার ম্যাগাজিন’র এক ফটোশুটে সম্পূর্ণ নগ্ন হয়ে ক্যামেরার সামনে এসে আলোচিত বলিউড অভিনেতা রণবীর সিং। গত বৃহস্পতিবার (২১ জুলাই) ছবিগুলো প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে এবার পোশাকবিহীন ফটোশুট করলেন বাংলাদেশি অভিনেতা শ্রাবণ শাহ।
শনিবার (২৩ জুলাই) ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছিলেন, ‘রণবীরের মতো ফটোশুট করব।’ ছবিগুলোতে দেখা যাচ্ছে রণবীরের মত একদম সুতোহীন না হলেও গায়ে রশি জড়িয়ে নিজের সম্ভ্রম ঢেকেছেন অভিনেতা।
শ্রাবণ শাহ বলেন, এক বছর আগেই আমি এই ফটোশুট করেছি, কিন্তু প্রকাশ করতে পারিনি। কারণ, এ ধরনের ছবি আমাদের এখানে ভালো চোখে গ্রহণ করার মতো না। বিভিন্ন দেশে শরীরের নিরীক্ষণধর্মী ফটোশুট হলেও আমাদের এখানে সেটা বিরল। বাংলাদেশে আমি কাউকে এমনটা করতে দেখিনি। আগ্রহ থেকেই এটা করেছি।
আরও পড়ুন: আমার আত্মার গায়ে কোনো পোশাক নেই: রণবীর।
প্রসঙ্গত, মুনতাসীর মামুনের গল্প অবলম্বনে কাজী হায়াতের পরিচালনায় সরকারি অনুদানের ছবি 'জয় বাংলা' চলচ্চিত্রে অভিনয় করেছেন শ্রাবণ শাহ। ‘আপন মানুষ’ নামের একটি চলচ্চিত্রে বাপ্পী চৌধুরী ও পরীমণির সঙ্গেও অভিনয় করেছেন শ্রাবণ শাহ।
এ ছাড়াও শ্রাবণ অভিনীত রাজু চৌধুরী পরিচালিত 'তোকে ভালবাসতেই হবে', 'ইঞ্চি ইঞ্চি প্রেম', 'দাবাং' ও 'সন্ত্রাসী হামলা' , 'অশান্ত মেয়ে', 'পরশ প্রেমের ছোঁয়া'। এ ছাড়া 'হুরমতি', 'মানুষ কেন অমানুষ' এবং 'বাংলার হারকিউলিস'- চলচ্চিত্রগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। বেশ কয়েক বছর ধরেই চিত্রনায়িকা নাসরিনের সঙ্গে জুটি বেঁধে সারাদেশে বিভিন্ন অনুষ্ঠানে স্টেজ শো করছেন তিনি।