গণিত মানুষকে প্রতিবন্ধী করে তোলে: জাহ্নবী

জাহ্নবী কাপুর
জাহ্নবী কাপুর  © সংগৃহীত

সাহিত্য আর ইতিহাস পড়লে কত কী জানা যায়! কিন্তু অঙ্ক? সেটা কোন কাজে লাগে, আজও বুঝতে পারেন না জাহ্নবী কাপুর!

'গুডলাক জেরি'র মুক্তির আগে প্রচারে ব্যস্ত অভিনেত্রী। প্রায়ই খবরে আসছে তার গতিবিধি, উচ্ছ্বাস। তারই সঙ্গে ঘুরপাক খাচ্ছে এক মজাদার সাক্ষাৎকারের ভিডিও। যেখানে শ্রীদেবী-কন্যাকে গণিত নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছে।

সঞ্চালকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে জাহ্নবী ফিরে গেছেন স্কুলজীবনের বিভীষিকায়। বলছেন, আমি শুধুমাত্র ইতিহাস এবং সাহিত্য পড়তে ভালবাসতাম। তাতে ভালো ফলও করেছি। কিন্তু অঙ্ক মাথায় ঢুকত না। আমি আজও বুঝি না অ্যালজেব্রা (বীজগণিত) কী কাজে লাগে!

নায়িকার দাবি, 'সাহিত্য, ইতিহাস মানুষকে সমৃদ্ধ করে। সংস্কৃতিমনস্ক করে তোলে। কিন্তু গণিত? তা তো মানুষকে বোকা করে তোলে। তার কথায় হেসে ফেলেন সঞ্চালকও।

২০১৮ সালে প্রেমের ছবি 'ধাড়াক'-এ আত্মপ্রকাশ করেছিলেন জাহ্নবী। তার পর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ এবং নেটফ্লিক্স অ্যান্থলজি ‘ঘোস্ট স্টোরিজ’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। ২৯ জুলাই মুক্তি পাচ্ছে তার পরবর্তী ছবি ‘গুডলাক জেরি’। 

সূত্র- আনন্দবাজার পত্রিকা 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence