কান্নাকাটি করেও প্লেনে উঠতে পারলেন না নায়িকা ঋতুপর্ণা

৩০ মার্চ ২০২২, ০৮:৩২ AM
বাংলা সিনেমার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত

বাংলা সিনেমার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত © ইন্টারনেট

বোর্ডিংয়ের সময় ছিল ভোর ৪টা ৫৫ মিনিট। বাংলা সিনেমার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত পৌঁছান ৫টা ১২ মিনিটে। দেরি হওয়ায় প্রায় ৪০ মিনিট ধরে অনুরোধ, উপরোধ করেন। তারপরও বিমানে উঠতে দেয়নি ভারতের একটি বিমান সংস্থা। পশ্চিমবঙ্গের প্রথম সারির এই নায়িকার গন্তব্য আহমেদাবাদ। সেখানে শ্যুটিং করতেই যাওয়ার কথা ছিল তার। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এ তথ্য জানিয়েছে।

বিমান কর্তৃপক্ষের গাফিলতির কারণে এমন হয়েছে বলে অভিযোগ ঋতুপর্ণার। তিনি জানিয়েছেন, বিমান ধরার জন্য ১৯ গেটে বোর্ডিংয়ের সময় ছিল ভোর ৪টা ৫৫ মিনিট। তিনি পৌঁছান ৫টা ১০ থেকে ৫টা ১২ মিনিটের মধ্যে। সেখানে তাঁকে জানানো হয়, বোর্ডিং গেট আগেই বন্ধ হয়ে গেছে। তাঁকে দেখতে না পেয়ে তাঁর নাম ঘোষণাও করেছে কর্তৃপক্ষ। ফোনেও দেওয়া হয়।

আরো পড়ুন: চড় খাওয়ার পরে টিকিট বিক্রি বেড়েছে ক্রিসের কমেডি অনুষ্ঠানের!

তবে ঋতুপর্ণার দাবি, তাঁর ফোনে কোনও ফোন আসেনি। এদিকে সঠিক সময়ে শ্যুটিংয়ে হাজির না হলে প্রযোজকের সমস্যা হবে। শ্যুটিং বন্ধ হয়ে যাবে। এ জন্য তিনি ক্রমাগত তাঁকে বিমানে উঠতে দেওয়ার অনুরোধ জানান বিমানবন্দরের কর্মীদের। টানা প্রায় ৪০ মিনিট কথা হয় কর্মীদের। কিন্তু তাঁর সমস্যা কেউ বুঝতেই চাননি। বিমান ধরতে না পেরে কেঁদেও ফেলেন তিনি।

অথচ এ সময় ঋতুপর্ণা দেখতে পান বিমানটি দাঁড়িয়ে আছে। সিঁড়িও খুলে নেওয়া হয়নি। ঋতুপর্ণা বলেন, ‘মাত্র ৫০ পা দূরে দাঁড়িয়ে ছিল বিমান। দেখতে পেলেও যেতে পারছি না। বোর্ডিং পাস থেকে শুরু করে সিট নম্বর সবই ছিল। কিছু দিন আগেই ওই সংস্থার পক্ষ থেকে  দেওয়া হয়েছে সম্মানসূচক পাসপোর্ট। বেশ কয়েক বার যাতায়াতও করেছি। কোনও দিন এমন পরিস্থিতির সম্মুখীন হইনি।’

বেরোবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসি…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ঢাবিতে প্ল্যান্ট টিস্যু কালচার ও বায়োটেকনোলজি বিষয়ক আন্তর্জ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিকাশ নিয়োগ দেবে সিনিয়র অফিসার, আবেদন শেষ ২৮ জানুয়ারি
  • ২৪ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ২৪ জানুয়ারি ২০২৬
কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু কাল
  • ২৪ জানুয়ারি ২০২৬