কলকাতার জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যু

২৪ মার্চ ২০২২, ০৯:৫১ AM
অভিষেক চট্টোপাধ্যায়

অভিষেক চট্টোপাধ্যায় © সংগৃহীত

আবারও শোকের ছায়া বাংলা টলচ্চিত্র জগতে, মারা গেলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। একের পর এক ভালো ছবি উপহার দিয়ে যার স্থান বাংলার দর্শকদের অন্তরে, সেই অভিনেতাই এবার চিরনিদ্রায়। খবর সামনে আসা মাত্রই শোকের ছায়া চলচ্চিত্র জগতে। হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালেই প্রকাশ্যে আসে খবর। এর আগে গতকাল বুধবার (২৩ মার্চ) মধ্যরাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। রাত ১টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিষেক চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি খড়কুটো ধারাবাহিকে তৃণা সাহার বাবার ভূমিকাতে অভিনয় করছিলেন।

সূত্রের খবর অনুযায়ী, বুধবার রাতে শুটিং-এর কাজেই ব্যস্ত ছিলেন তিনি, সেখানেই শরীরটা খারাপ হওয়া শুরু, এরপর স্বাস্থ্যের অবনতী ঘটলে তড়িঘড়ি বাড়িতে ফেরেন তিনি। বাড়িতেই শুরু করা হয় প্রাথমিক চিকিৎসা। দেওয়া হয় স্যালাইনও। তবে খুব একটা সময় দিলেন না অভিনেতা, কিছুক্ষণের মধ্যে সব চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিষেক চট্টোপাধ্যায়।

সূত্রের খবর অনুযায়ী, গত কয়েকদিন ধরেই পেটের সমস্যা ভুগছিলেন তিনি, রিয়ালিটি শো-এর শুটিং-এ ছিলেন ব্যস্ত বুধবার সকাল থেকেই, সেভাবে জলও পান করেননি, যার ফলে শরীর আরও অসুস্থ হয়ে পড়ে, সম্ভাব্য ডিহাইড্রেশন থেকেই অসুস্থ হয়ে পড়েন এদিন রাতে। বাড়ি ফিরলে কিছুক্ষণের মধ্যেই সব শেষ।

উল্লেখ্য, কয়েকদিন আগেই অভিনেতার জন্মদিন যায়। ১৯৬৪ সালের ৩ এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। আর ৫৭তম জন্মদিনের মাত্র তিন সপ্তাহ পরই মৃত্যু হল তাঁর।

সূত্র: টিভি৯ বাংলা

গণঅধিকার পরিষদের এক প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি
  • ২৪ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভোট চুরি ঠেকাতে ১১ ফেব্রুয়ারি থেকে পাহাড়ায় থাকার আহ্বান রুম…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভারতের অধিকাংশ পণ্যের জিএসপি সুবিধা স্থগিত করল ইইউ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইউনিটপ্রধানদের কর্মস্থল ছাড়তে লাগবে আইজিপির অনুমতি
  • ২৪ জানুয়ারি ২০২৬