যে দুই ছবির জন্য টানা ১২ দিন গোসল বন্ধ রেখেছিলেন আমির খান
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৮ মে ২০২৫, ০৭:২৬ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৫ PM
বলিউডে নিখুঁত অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত আমির খান। পর্দায় বাস্তবতা তুলে ধরতে নিজের আরাম-আয়েশ কিংবা দৈনন্দিন অভ্যাসের সীমানাও অনায়াসে অতিক্রম করেন তিনি। এমনকি, চরিত্রের খাতিরে একটানা বারো দিন গোসল না করার অভিজ্ঞতাও রয়েছে তার ঝুলিতে।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, দুটি ভিন্ন সিনেমার চরিত্রে গভীরভাবে মিশে যেতে তিনি একাধিকবার গোসল বন্ধ রেখেছিলেন টানা কয়েকদিন ধরে। প্রথমটি ছিল ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত রাখ—যেখানে তিনি একজন গৃহত্যাগী যুবকের ভূমিকায় অভিনয় করেন, যে রাস্তায় জীবনযাপন করতে শুরু করে। চরিত্রের সঙ্গে একাত্ম হতে গিয়ে আমির নিজের গায়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ত্যাগ করেছিলেন। তার ভাষায়, "আমি চাইছিলাম আমার চেহারা ও শরীরী ভাষা যেন সেই মানুষদের মতো হয় যারা দীর্ঘদিন রাস্তায় কাটান।"
দ্বিতীয়বার তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন ১৯৯৮ সালের গোলাম ছবির সময়। ছবিটির ক্লাইম্যাক্স অংশে একটি দীর্ঘ ও ক্লান্তিকর অ্যাকশন দৃশ্য ছিল, যেখানে চরিত্রটির শরীর জুড়ে নানা ক্ষত ও আঘাতের চিহ্ন ফুটিয়ে তোলা হয়েছিল। আমির বলেন, "প্রতিদিন গোসল করলে আমার চেহারায় একটা ফ্রেশ ভাব চলে আসত, যা চরিত্রের ক্ষতবিক্ষত অবস্থার ধারাবাহিকতাকে নষ্ট করত। তাই আমি গোসল না করার সিদ্ধান্ত নিই, যেন চরিত্রের অবস্থা ও অভিব্যক্তি একরকম থাকে।"
গোলাম পরিচালনা করেছিলেন বিক্রম ভাট এবং ছবিতে আমিরের বিপরীতে ছিলেন রানি মুখার্জি। অপরদিকে রাখ পরিচালনা করেছিলেন আদিত্য ভট্টাচার্য, যেখানে আমিরের সঙ্গে কাজ করেছেন সুপ্রিয়া পাঠক ও পঙ্কজ কাপুর।
চরিত্রে বাস্তবতা আনতে নিজেকে এমনভাবে তৈরি করার এই প্রচেষ্টা বলিউডে আমির খানকে সত্যিকারের 'পারফেকশনিস্ট' হিসেবে প্রতিষ্ঠা করেছে।