‘পুষ্পা ২’-এর যে দৃশ্যে ৮০ বার চেষ্টা করেছিলেন আল্লু অর্জুন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০২ মে ২০২৫, ০৪:৫২ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৫ PM
২০২৪ সালের ব্লকবাস্টার হিট পুষ্পা ২ শুধু বক্স অফিসেই নয়, শ্যুটিং ফ্লোরেও ছিল চ্যালেঞ্জে ভরা। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন জানালেন, সিনেমার একটি দৃশ্য নিখুঁতভাবে ধারণ করতে তাকে নিতে হয়েছিল অন্তত ৮০ বার টেক।
মুম্বাইয়ে চলমান ‘ওয়েব সামিট ২০২৫’-এর মঞ্চে ১ মে সিনেমার শ্যুটিং ঘিরে এ অভিজ্ঞতা তুলে ধরেন আল্লু। উপস্থিত দর্শকদের উদ্দেশে তিনি বলেন, “ট্রেলার যাঁরা দেখেছেন, তাঁরা নিশ্চয়ই ‘পাল্লু শট’-এর কথা মনে করতে পারবেন। সেই একটি দৃশ্যেই আমাদের ৭০ থেকে ৮০ বার টেক নিতে হয়েছিল।”
আল্লু জানান, দৃশ্যটির শ্যুটিং শুরু হয়েছিল সকাল ৮টা ৩০ মিনিটে। দৃশ্যের ধরন ও ভঙ্গিমা ঠিকঠাক বোঝাতে সময় লেগে যায় প্রায় আড়াই ঘণ্টা। এরপর দীর্ঘ ছয় ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিট নাগাদ দৃশ্যটি ক্যামেরাবন্দি করা সম্ভব হয়।
আল্লু বলেন, “৮০টা টেক নিতে গিয়ে পুরো ইউনিট ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু আমার মনে হয়েছিল, দৃশ্যটি নিখুঁতভাবে না তুললে সিনেমার আবেদন ঠিকমতো পৌঁছাবে না। অবশেষে হয় ৭৮তম না হয় ৮৫তম টেকে আমরা সফল হই।”
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত পুষ্পা: দ্য রাইজ সিনেমার পর পুষ্পা ২: দ্য রুল নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। আল্লু অর্জুনের দাপুটে অভিনয়, গল্পের গতি এবং নির্মাণশৈলীর জন্য এটি মুক্তির পরপরই রেকর্ড পরিমাণ সাফল্য পায়।
সিনেমাটিতে আল্লু অর্জুনের চরিত্র এক দিনমজুর থেকে শুরু করে লাল চন্দনের চোরাকারবারি সিন্ডিকেটের নেতা হয়ে ওঠার কাহিনি তুলে ধরা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিলসহ দক্ষিণ ভারতের প্রথম সারির তারকারা।
সিনেমার এই সাফল্যের পেছনে পরিশ্রম কতটা জরুরি তা বোঝাতে গিয়ে আল্লু বলেন, “সিনেমার প্রতিটি ফ্রেম, প্রতিটি অভিব্যক্তি দর্শকের কাছে গুরুত্বপূর্ণ। তাই শিল্পী হিসেবে আমাদের দায়িত্ব থাকে সেটা নিখুঁতভাবে ফুটিয়ে তোলা।”