পপির জমি দখলের চেষ্টার সহযোগিতায় জায়েদ খান ও সাজু, অভিযোগ বোনের

সাদিকা পারভীন পপি
সাদিকা পারভীন পপি  © সংগৃহীত

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ তুলেছেন তার বোন ফিরোজা পারভীন। সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় এ অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেন ফিরোজা। পপির সঙ্গে অভিনেতা জায়েদ খান ও সাজু খাদেম এই দখল কাজের সঙ্গে সম্পৃক্ত বলেও অভিযোগ করেন ফিরোজা পারভীন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গতকাল ফিরোজা পারভীন এসে পপি ও তার স্বামীসহ কয়েকজনের নামে জিডি করেছেন।’

জিডি সূত্রে জানা গেছে, পৈতৃক ৬ কাঠা জমি দখলের নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ পপি ৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে যান। এতে বাধা দিলে পপি ও তার স্বামী ফিরোজা পারভীনকে হুমকি দেন।

পপির মেজ বোন ফিরোজা একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ৪ বোন, ২ ভাই। পপি সবার বড়। তিনি ২০০৭ সাল থেকে আমাদের পৈতৃক জমি দখলের চেষ্টা করছেন। বাবা জীবিত থাকা অবস্থায় তার কাছ থেকে জোর করে অনেক কিছু লিখে নিয়েছেন।’

তিনি আরও অভিযোগ করেন, ‘২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি বাবা মারা যাওয়ার পর থেকে তিনি জমি দখলের জন্য আরও মরিয়া হয়ে উঠেছেন। বিভিন্ন সময়ে তিনি ও তার স্বামী আমাদের হয়রানি করছেন। ভুয়া জমির দলিল করা, বিদ্যুৎ-পানির লাইন তাদের নামে করে আনাসহ নানাভাবে আমাদের উচ্ছেদ করার চেষ্টা করছেন ‘ এছাড়াও ফিরোজা পারভীন অভিনেতা জায়েদ খান ও সাজু এই দখল কাজের সঙ্গে সম্পৃক্ত বলেও অভিযোগ করেন।

এই বিষয়ে জানতে চিত্রনায়িকা পপির ফোন নম্বরে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। জায়েদ খান এ বিষয়ে গণমাধ্যমে কথা বলবেন না বলে জানান।


সর্বশেষ সংবাদ