নতুন বছরে চমক: পর্দায় একসঙ্গে হৃতিক-সালমান
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ PM , আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ PM
নতুন বছরে বলিউড প্রেমীদের জন্য আসছে বিশাল এক চমক। কেননা এবার পর্দায় একসঙ্গে দেখা মিলবে দুই সুপারস্টার সালমান খান এবং হৃতিক রোশনের। তবে বড় পর্দায় নয়, ভারতের শীর্ষস্থানীয় একটি সংস্থার বড় বাজেটের বিজ্ঞাপনে জুটি বাধতে দেখা যাবে এই দুই তারকাকে।
বিজ্ঞাপনটির পরিচালনায় রয়েছেন আলি আব্বাস জাফর, যার ঝুলিতে রয়েছে ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’-এর মতো ব্লকবাস্টার ছবি।
বিজ্ঞাপন সংস্থার দাবি, বিজ্ঞাপন বলে কোনো কার্পণ্য করা হচ্ছে না। অ্যাকশনে মোড়া থাকবে এর প্রতিটি দৃশ্য। সে কারণেই এই দুই তারকাকে বেছে নেওয়া হয়েছে। এই বিজ্ঞাপন দিয়ে দীর্ঘদিন পরে সালমান-জাফর জুটি বাঁধতে চলেছেন। একইভাবে পরিচালক এই প্রথম হৃতিককে পরিচালনা করতে চলেছেন।
উল্লেখ্য, বিজ্ঞাপনটির ভিলেন চরিত্রে দেখা যাবে সত্যরাজকে। এছাড়া, বিজ্ঞাপনে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুনীল শেট্টিকে। সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি এ ছবির প্রযোজনাতেও অংশীদার তিনি।
জানা গেছে, বিজ্ঞাপনটির শুটিং খুব শিগগিরই শুরু হতে চলেছে। মুম্বাইজুড়ে শুটিংয়ের জায়গাও প্রস্তুত করা হচ্ছে। এছাড়া, ছবির বিশেষ মুহূর্তগুলো তৈরি করতে বিদেশের কিছু দৃশ্য ভিএফএক্স-এর মাধ্যমে যুক্ত করা হবে।