রাহাত ফতেহ আলীর কনসার্ট আজ

ইকোস অব রেভল্যুশন কনসার্ট
ইকোস অব রেভল্যুশন কনসার্ট  © সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য আয়োজন করা হয়েছে ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামের কনসার্ট। আজ শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে গানে গানে মঞ্চ মাতাবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

জানা গেছে, আজ শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাহাত ফতেহ আলী খানের বিমান অবতরণ করেছেন। 

কনসার্ট আয়োজন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে।

রাহাত ফতেহ আলী খানসহ ইকোস অব রেভল্যুশন কনসার্টে আছেন দেশের একাধিক জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা। গান শোনাবে ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ, র‍্যাপার সেজান, হান্নান ও সিলসিলা।

প্রসঙ্গত, রাহাত ফতেহ আলী খান প্রাথমিকভাবে মুসলিম সুফি হিসেবে ভক্তিমুলক গান গাইতেন। তিনি ওস্তাদ নুসরাত ফাতেহ আলী খানের ভাস্তে এবং ওস্তাদ ফররুখ ফতেহ আলী খান পুত্র। এছাড়াও তিনি পুরাণখ্যাত কাওয়ালি শিল্পী ফাতেহ আলী খানের নাতি।


সর্বশেষ সংবাদ