এটা কোন প্রাণি, সাকিবের ছবি পোস্ট করে প্রশ্ন সালমান মুক্তাদিরের

সাকিব ও সালমান মুক্তাদির
সাকিব ও সালমান মুক্তাদির  © সংগৃহীত

সারাদেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে পাশে এসে দাঁড়িয়েছেন শিক্ষক থেকে শুরু করে নানা শ্রেণি পেশার মানুষ। পিছিয়ে নেই জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির। নিজের ফেসবুক পোস্টে প্রতিবাদী কণ্ঠে আওয়াজ তোলেন তিনি। তবে এবার সামাজিক যোগযোগ মাধ্যমে সাকিবের ছবি শেয়ার করেছেন সালমান মুক্তাদির। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘এটা কী প্রাণী জেনে ভালো লাগলো।’

দেশে চলমান অস্থিরতার মধ্যে সাকিব আল হাসানের নীরবতা নিয়ে চলছে নানা সমালোচনা। এর মধ্যে কানাডার টরোন্টোতে সন্তান কোলে গাড়ি চালাচ্ছেন- সাকিবের এমন একটি ছবি আজ শুক্রবার নিজের ফেসবুক স্টোরিতে পোস্ট করেছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। সেই ছবি আবার নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। করেছেন কটাক্ষও।

সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির তাদের ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করেছেন। আর তাতে ক্যাপশন দিয়েছেন, ‘ফ্যামিলি টাইম।’ ছবিগুলোয় পরিবারের সঙ্গে বেশ খোশ মেজাজে দেখা গেছে তারকা খেলোয়াড়কে।

এদিকে সাকিবের সেই ছবি ফেসবুকে শেয়ার করেছেন দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। ছবিটি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘এটা কী প্রাণী জেনে ভালো লাগলো।’

এছাড়া ওই পোস্টে মন্তব্যের ঘরে সালমান মুক্তাদির আরও লিখেছেন, ‘আমাদের সন্তানদের মাথায় যখন গুলি লাগে আমরা সবাই আপনার সন্তানদের রক্ষার জন্য লড়াই করছি। একবার আমার মেয়েদের বলেছিলাম, একজন মানুষকে অসম্মান করবে না যে বিশ্বব্যাপী আপনার দেশের প্রতিনিধিত্ব করে। তবে আমি তাদের অবশ্যই বলব যে, সেই মানুষ আপনি নন।’

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এরই মধ্যে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনেক ক্রিকেটারই। তবে নীরবই আছেন বিশ্ব অল রাউন্ডার ও মাগুড়া-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান। দেশ-বিদেশে অসংখ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষী থাকা এ তারকা নীরব ভূমিকা পালন করায় ক্ষুব্ধ তার সমর্থকরা।


সর্বশেষ সংবাদ