বিয়ে করলেন সালমান মুক্তাদির

বিয়ে করলেন সালমান মুক্তাদির
বিয়ে করলেন সালমান মুক্তাদির  © সংগৃহীত

ইউটিউবার, টিকটকার, মডেল ও অভিনেতা সালমান মুক্তাদির এখন তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় একটি নাম। এবার বিয়ে করলেন তিনি। জীবনের বিশেষ দিনটি নিয়ে কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। 

মঙ্গলবার (২ মে) ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে ছবিগুলো পোস্ট করে সালমান মুক্তাদির লিখেছেন, গেল ৩০ এপ্রিল বিয়ে করেছেন তিনি।  সামাজিক মাধ্যমে নিজেই এই তথ্য জানিয়েছেন এই ইউটিউবার-অভিনেতা।

তিনি লেখেন, সালমান মুক্তাদির এর সমাপ্তি- ৩০.০৪.২০২০। আমার বাকি জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী। 

53348a86-b5c8-4dd8-b6e0-27f77b3bf757


এদিকে শুভকামনা জানাচ্ছেন সালমানের অনুরাগীরা। দুজনের সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন তারা। তবে কেউ কেউ এটা বিশ্বাস করতে পারছেন না। এর পেছনে অবশ্য কারণও আছে। 

কিছুদিন আগেই সালমান মুক্তাদির এখন কোনো সম্পর্কে নেই বলে জানিয়েছিলেন। তিনি বলেন, ‘আপাতত কোনো বিশেষ মানুষ নেই। আপাতত সিঙ্গেল বলা যায়।’ আয়মান সাদিক বিয়ে করলেই সালমান মুক্তাদির বিয়ে করবেন বলেও জানিয়েছিলেন তিনি। 

db3cf16b-1425-421b-89aa-030260eba3da

নিজের বিয়ে প্রসঙ্গে সালমান বলেছিলেন, ‘সব ফ্রেন্ডের বিয়ে হয়ে গেলে যাচাই-বাছাই করতে পারব। ও আচ্ছা, এটা করা যাবে না, এটা করা যাবে; এটা ঠিক আছে, এটা ঠিক নাই, তারপর মে বি আমার।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence